অর্জুন ও রাহুলের ‘বিস্ফোরণ’ দ্বন্দ্বের মাঝে হতবাক মিলি! বিয়ের আগেই কোন দুর্যোগের মুখোমুখি হল সে?
সরাসরি চ্যালেঞ্জ অর্জুনের! রাহুল-মিলির বিয়েতে কী করবে সে?

পূর্বাশা, হুগলি: জি বাংলার পর্দায় সদ্য শুরু হয়েছে নতুন ধারাবাহিক মিলি। এই ধারাবাহিকের শুরু থেকেই একটি দ্বন্দ্ব স্পষ্ট। ধারাবাহিকের নায়ক অর্জুন ও বিপক্ষ রাহুলের মধ্যে।এদিকে প্রভাবশালী রাহুলের সঙ্গে বিয়ের কথা চলছে ধারাবাহিকের নায়িকা মিলির। রাহুল ও মিলির এনগেজমেন্টে বিস্ফোরণ ঘটিয়েছে অর্জুন। আর সেই ঘটনার প্রতিশোধ নিতে অর্জুনের বাড়িতে বিস্ফোরণ ঘটায় রাহুল।
এদিকে সেই বিস্ফোরণে অর্জুন কোনোওভাবে জখম না হওয়ায় আরও ক্ষুব্ধ হয়ে ওঠে রাহুল। এই সময় অর্জুন তাঁকে ফোন করে হুমকি দেয়। আর বলে এবার সে এই ঘটনার প্রতিশোধ নেবে। অর্জুনের থেকে সরাসরি এহেন হুমকি পেয়ে হতবাক হয়ে যায় রাহুল। এদিকে, ঘটনার আঁচ পেয়েই গোটা বিষয়টি বুঝে যায় মিলি। সে রাহুলকে ফোন করে জিগ্যেস করে বিস্ফোরণের পিছনে তাঁর হাত রয়েছে কিনা।
এদিকে হপ্তাখানেকের মাথায় রাহুলের সঙ্গে বিয়ে হতে চলেছে মিলির। তার আগেই অর্জুনের হুমকি কি নতুন কোনও দুর্যোগের ইঙ্গিত? দুজনের দ্বন্দ্বের মাঝে কোথায় গিয়ে দাঁড়াবে মিলির জীবন? নতুন ধারাবাহিক ঘিরে এখন একাধিক প্রশ্নের মুখে দর্শক। সমস্ত উত্তর দেবে জি বাংলার ধারাবাহিক ‘মিলি’।