ব্যাগ কাঁধে শ্বশুরবাড়ি ছাড়ল ‘রাঙা বউ’ শ্রুতি! অভিমান নাকি অন্য কারণ? জমছে ধোঁয়াশা
ঘর ছাড়ল 'রাঙা বউ'! অজানা সত্যি উদ্ধার করতে পারবে সে?

পূর্বাশা, হুগলি: জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘রাঙা বউ’। ক্রমে টিআরপি তালিকায় ছুটছে এই সিরিয়াল। গল্পের টানে আরও মুগ্ধ হচ্ছে দর্শক। ইতোমধ্যে দর্শকদের চমক দিয়ে ঘর ছাড়ল ‘রাঙা বউ’। বাসের টিকিট কেটে এবার রাঁচি যাবে সে। লুকিয়ে থাকে সত্যিকে টেনে হিঁচড়ে বের করতে হবে তাঁকে। সকলের সামনে আনতে হবে সে সত্য।
তাই এবার ঘর ছেড়ে অজানার সন্ধানে রওনা তাঁর।
এদিকে ‘রাঙা বউ’ বাড়ি ছেড়ে চলে গিয়েছে ভেবে
পাগল পাগল দশা তাঁর স্বামীর। সে ভাবে, রাঙা বউয়ের দেওয়া একসাথে থাকার সকল প্রতিশ্রুতি মিথ্যে। সে সময় বাড়ির ছোট্ট সদস্য ছুটি এসে বলে সে তাঁর রাঙা কাকিমাকে বেরিয়ে যেতে দেখেছে। আর সে শুনেছে রাঙা কাকিমা বাড়ি ছেড়ে চলে যায়নি। বরং তাঁর স্বামীর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগের বিরুদ্ধাচরণ করতে উচিত জবাব খুঁজতে গিয়েছে। এ কথা শুনে বেশ খানিকটা স্বস্তি পায় রাঙা বউয়ের স্বামী।
জি বাংলার ‘রাঙা বউ’ ধারাবাহিকে দেখানো হচ্ছে, কুশ ও মালবিকার সম্পর্কের সত্যিটা খুঁজে বের করতে রাঁচি রওনা দিয়েছে ‘রাঙা বউ’। তাঁকে সেখানে লড়তে হবে। কিন্তু তারপরেও কি সত্যের সন্ধান পাবে সে? প্রমাণ করতে পারবে যে সমস্ত অভিযোগ মিথ্যে? উত্তর মিলবে পরবর্তী পর্বে।