বারবার বিপদের হাত থেকে মিলিকে বাঁচাচ্ছে অর্জুন! “এঞ্জেল নাকি?” অবাক প্রশ্ন মিলির

কেন মিলিকে বারংবার বিপদ থেকে বাঁচাচ্ছে অর্জুন?

পূর্বাশা, হুগলি: জি বাংলায় সম্প্রতি আরম্ভ হয়েছে নতুন ধারাবাহিক ‘মিলি’। এই ধারাবাহিকের নায়ক অর্জুন ও নায়িকা উচ্চপদস্থ পুলিশ অফিসারের মেয়ে মিলি। এদিকে মিলি ভালোবাসে প্রভাবশালী ব্যক্তি রাহুলকে। কিন্তু ভাগ্যের ফেরে তাঁর বিয়ে হবে অর্জুনের সঙ্গে। অন্ততঃ সিরিয়ালের প্রোমো থেকে গল্পের বিষয়ে এটুকু ধারণা করেছেন দর্শক। এখন ধারাবাহিকে দেখা যাচ্ছে বারংবার বিপদের হাত থেকে মিলির জীবন রক্ষা করছে অর্জুন।

Zee bangla,Bengali Serial,Mili,Serial update

কখনও গাড়ির ধাক্কা থেকে তো কখনও বাইকের ধাক্কা বারবার মিলি বিপদে পড়লেই হাজির হচ্ছে অর্জুন। এর আগেও সে প্রাণ বাঁচিয়েছে মিলির। মোট তিনবার এরম হওয়ার পর মিলি অর্জুনকে প্রশ্ন করে, “তুমি কি এঞ্জেল”? রূপকথার গল্পে রাজকন্যা বিপদে পড়লে যেভাবে হাত বাড়িয়ে দেয় এঞ্জেল, অর্জুনও কি তাই? মিলির প্রশ্নের সামনে হতবাক হয়ে যায় অর্জুন।

Zee bangla,Bengali Serial,Mili,Serial update

প্রত্যুত্তরে সে বলে, সমস্ত ঘটনাগুলোই আসলে কো-ইনসিডেন্স। কিন্তু তারপরেও বিশ্বাস হয়না মিলির।
এরপর কি হবে? সত্যিই কি গোটা ঘটনাগুলি কেবল
কো-ইনসিডেন্স নাকি অন্য কিছু? জানা যাবে জি বাংলায় চোখ রাখলেই।




Leave a Reply

Back to top button