স্টার জলসার ‘বোঝেনা সে বোঝেনায়’ বুঁদ দর্শক! পুনঃসম্প্রচারের সিদ্ধান্ত তবে সফল?

স্টার জলসার পর্দায় আবার সম্প্রচারিত বোঝেনা সে বোঝেনা।

পূর্বাশা, হুগলি: স্টার জলসার পর্দায় আবার একসঙ্গে ফিরেছে পাখি-অরণ্যের জুটি। হিট সিরিয়ালকে আবার সম্প্রচারিত করার সিদ্ধান্ত নিয়েছে চ্যানেল কর্তৃপক্ষ। আর রি-টলিকাস্ট হওয়ার পর থেকেই টিভির সামনে ফিরেছেন জলসা দর্শকেরা। তবে কি স্টার জলসার সিদ্ধান্তই সঠিক? প্রশ্ন তুলছেন দর্শক মহল।

Star jalsha,bengali Serial,Bojhena Shey bojhena

সম্প্রতি পুরনো সিরিয়ালগুলিকে রি-টেলিকাস্ট করার সিদ্ধান্ত নিয়েছে স্টার জলসা। ফলে আবার চালু হয়েছে ‘ফাগুন বউ’, ‘বোঝেনা সে বোঝেনার’ মতো ধারাবাহিকগুলির পুরনো পর্ব। এর আগে একই পথে হেঁটেছিল জি বাংলাও। ‘সূবর্ণলতা’-সহ একাধিক জনপ্রিয় ধারাবাহিককে ফিরিয়ে আনা হয় পর্দায়। ‘বোঝেনা সে বোঝে না’ পাখি অরণ্যের জুটি তার মধ্যে একটি অন্যতম দৃষ্টান্ত।

Star jalsha,bengali Serial,Bojhena Shey bojhena

এক সময় এই ধারাবাহিকের নায়ক নায়িকা পাখি-অরণ্যের জুটির জনপ্রিয়তা ছিল আকাশছোঁয়া।
সেই জনপ্রিয়তার হাত ধরেই তরতরিয়ে বাড়ে টিআরপি। ফের অনেক বছর পর রি-টেলিকাস্ট হওয়া বোঝেনা সে বোঝেনা জুটি এখনও কতটা হিট? দর্শকদের কথায়, পাখি-অরণ্য জনপ্রিয় থাকবে সবসময়। তা সে পুরনো পর্বে হোক কি নতুন দৃশ্যে।




Leave a Reply

Back to top button