স্টার জলসার ‘বোঝেনা সে বোঝেনায়’ বুঁদ দর্শক! পুনঃসম্প্রচারের সিদ্ধান্ত তবে সফল?
স্টার জলসার পর্দায় আবার সম্প্রচারিত বোঝেনা সে বোঝেনা।

পূর্বাশা, হুগলি: স্টার জলসার পর্দায় আবার একসঙ্গে ফিরেছে পাখি-অরণ্যের জুটি। হিট সিরিয়ালকে আবার সম্প্রচারিত করার সিদ্ধান্ত নিয়েছে চ্যানেল কর্তৃপক্ষ। আর রি-টলিকাস্ট হওয়ার পর থেকেই টিভির সামনে ফিরেছেন জলসা দর্শকেরা। তবে কি স্টার জলসার সিদ্ধান্তই সঠিক? প্রশ্ন তুলছেন দর্শক মহল।
সম্প্রতি পুরনো সিরিয়ালগুলিকে রি-টেলিকাস্ট করার সিদ্ধান্ত নিয়েছে স্টার জলসা। ফলে আবার চালু হয়েছে ‘ফাগুন বউ’, ‘বোঝেনা সে বোঝেনার’ মতো ধারাবাহিকগুলির পুরনো পর্ব। এর আগে একই পথে হেঁটেছিল জি বাংলাও। ‘সূবর্ণলতা’-সহ একাধিক জনপ্রিয় ধারাবাহিককে ফিরিয়ে আনা হয় পর্দায়। ‘বোঝেনা সে বোঝে না’ পাখি অরণ্যের জুটি তার মধ্যে একটি অন্যতম দৃষ্টান্ত।
এক সময় এই ধারাবাহিকের নায়ক নায়িকা পাখি-অরণ্যের জুটির জনপ্রিয়তা ছিল আকাশছোঁয়া।
সেই জনপ্রিয়তার হাত ধরেই তরতরিয়ে বাড়ে টিআরপি। ফের অনেক বছর পর রি-টেলিকাস্ট হওয়া বোঝেনা সে বোঝেনা জুটি এখনও কতটা হিট? দর্শকদের কথায়, পাখি-অরণ্য জনপ্রিয় থাকবে সবসময়। তা সে পুরনো পর্বে হোক কি নতুন দৃশ্যে।