টলিউড অভিনেতাকে পুজোর গিফট দিলেন মিমি! সোশ্যাল মিডিয়ার পাতায় শুরু গুঞ্জন…
টলিউড অভিনেতাকে পুজোয় জামা উপহার দিলেন মিমি চক্রবর্তী।

পূর্বাশা, হুগলি: বাতাসে কেবল পুজো পুজো ভাব। এরইমধ্যে চলছে প্ল্যানিং আর কেনাকাটা। দোকানে দোকানে ভিড় জমিয়েছেন ক্রেতারা। টলিউড অভিনেতা, অভিনেত্রীদের কেনাকাটা কতদূর? চোখ রাখলেই পাওয়া যায় উত্তর। সম্প্রতি টলি অভিনেতা অনিন্দ্য চ্যাটার্জির সোশ্যাল মিডিয়া স্ট্যাটাস বলছে, পুজোর প্রথম জামাটা তাঁর হয়েই গেল।
সম্প্রতি অভিনেতা অনিন্দ্য চ্যাটার্জি তাঁর সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন যে, তাঁর বেস্ট ফ্রেন্ড তাঁকে পুজোর জামা গিফট করেছে। তিনি আর কেউ নন স্বয়ং অভিনেত্রী সাংসদ মিমি চক্রবর্তী। অতএব নিজের কেনাকাটার পাশাপাশি বন্ধুর জন্যও কিনতে ভোলেননি মিমি। হাজার ব্যস্ততার মাঝেও চলছে জোরকদমে পুজো প্রস্তুতি।
ছবিটি দেখার পর খানিক গুঞ্জন উঠলেও সকলেই জানেন অনেকদিন ধরে অভিনেতা অনিন্দ্য চ্যাটার্জি ও মিমি চক্রবর্তী একে অপরের খুব ভালো বন্ধু। তাঁরা সময় কাটান একসঙ্গে আবার খুনসুটিও করেন। পুজোর সময় ব্যস্ত থাকবেন মিমি। প্রকাশ পাচ্ছে তাঁর ছবি ‘রক্তবীজ’। তবে এসবের মধ্যেও পুজোর গন্ধ তো আছেই। খানিকটা সময় নিজেদের জন্যও বাঁচিয়ে রাখতে চান অভিনেত্রী মিমি চক্রবর্তী।