১) সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস ‘দেবী চৌধুরানী’ আসছে বড় পর্দায়।
২) ছবিতে ‘দেবী চৌধুরানীর’ ভূমিকায় থাকছেন অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি।
৩) শ্রাবন্তী থেকে ‘দেবী চৌধুরানী’ হয়ে ওঠার জন্য ঘোড়ায় চড়া থেকে তলোয়ার প্রশিক্ষণ সব ক্ষেত্রেই মনোনিবেশ করেছেন অভিনেত্রী।
৪) জাতীয় পুরস্কার জয়ী পরিচালক শুভ্রজিৎ মিত্রের পরিচালনায় বড় পর্দায় আসবে ‘দেবী চৌধুরানী’। পরিচালকের কথায়, নিজের সবটুকু দিয়ে প্রশিক্ষণ চালাচ্ছেন অভিনেত্রী।
৫) প্রাণবন্ত শ্রাবন্তীর আগ্রহ, ধৈর্য ও এনার্জির প্রশংসা করেছেন পরিচালক। তাঁর মধ্যে দিয়েই দর্শক ‘দেবী চৌধুরানী’কে খুঁজে পাবেন বলে মনে করছেন পরিচালক।
Follow us on
Back to top button