দূরদর্শনের দশভুজা সংযুক্তা বন্দ্যোপাধ্যায় এখন চোখের আড়ালে কেন? আসল কারণ জানেন?

দূরদর্শনের পর্দায় মহিষাসুরমর্দিনী সংযুক্তা এখন কোথায় জানেন?

পূর্বাশা, হুগলি: মহালয়া মানেই বাঙালির মনে শুরু পুজোর উন্মাদনা। দেবীপক্ষের প্রারম্ভে বীরেন্দ্র কৃষ্ণ
ভদ্রের কন্ঠে “আশ্বিনের শারদ প্রাতে…” শুনেই মহালয়া শুরু হয় বাঙালির। কিন্তু শুধু শোনা নয় ক্রমে দূরদর্শনের পর্দায় এল মহিষাসুরমর্দিনী। মা দূর্গার বিজয়গাথা, পৌরাণিক প্রেক্ষাপট ফুটে উঠতে
থাকলো পর্দায়। আর দূরদর্শনের মহিষাসুরমর্দিনী রূপে আত্মপ্রকাশ করলেন প্রখ্যাত নৃত্যশিল্পী সংযুক্তা বন্দ্যোপাধ্যায়।

Durga Puja,Puja2023,Mahalaya,Sanjukta Banerjee

বর্তমানে চ্যানেলে চ্যানেলে মহালয়ার ভোরে নানান অনুষ্ঠান দেখা যায়। এর মাঝে কোথাও যেন ফিকে হয়েছে দূরদর্শনের মহিষাসুরমর্দিনী। ঝাঁ চকচকে মেক আপ, বিরাট জাঁকজমক ছাড়াই যা একসময় বাঙালির মনে জনপ্রিয় হয়েছিল। বর্তমানে কোথায় রয়েছেন সংযুক্তা বন্দ্যোপাধ্যায়? প্রশ্ন ওঠে দর্শক মনে। ১৯৯৪ সালে প্রথম দূর্গা হয়েছিলেন সংযুক্তা।
তারপর থেকে লাগাতার বহু বছর ধরে টেলিভিশনে
দূর্গা রূপে রাজত্ব করেছেন তিনি। এখনও পর্যন্ত এক্ষেত্রে তাঁর এই রেকর্ড শীর্ষস্থানে।

Durga Puja,Puja2023,Mahalaya,Sanjukta Banerjee

জানা যায়, টেলিভিশনের দশভুজা নৃত্যশিল্পী সংযুক্তা বন্দ্যোপাধ্যায় এখন বিনোদন জগতের থেকে অনেকটাই দূরে রয়েছেন। অনেক ছোটো বয়সেই নাচের সঙ্গে হাতেখড়ি তাঁর। ভারতনাট্টম ছিল তাঁর ভালোবাসা। নাচের সঙ্গে তাঁর এই ভালোবাসা থেকেই ক্রমে টিভির পর্দা থেকে দর্শক মনে মহিষাসুরমর্দিনী হয়ে ওঠেন তিনি।




Leave a Reply

Back to top button