“আপনাদের সুখ্যাতি যেমন শুনেছি, আপনারা নিশ্চয়ই আমার কুখ্যাতি শুনেছেন…!” ‘রক্তবীজ’-কে চেনার আগেই বলেছিলেন ভিক্টর

প্রণব মুখার্জির চরিত্রে ভিক্টর বন্দ্যোপাধ্যায়, 'রক্তবীজের' অজানা কাহিনী ফাঁস পরিচালকের।

পূর্বাশা, হুগলি: চলতি বছরের পুজোয় একঝাঁক উপহার সাজিয়ে হাজির বাংলা ইন্ডাস্ট্রি। পুজোয় শিবপ্রসাদ-নন্দিতার হাত ধরে মুক্তি পাচ্ছে নতুন ছবি ‘রক্তবীজ’। খগড়াগড় বিস্ফোরণের স্মৃতি ওসকাবে এই ছবি। টানটান উত্তেজনা, রাজনৈতিক প্রেক্ষাপট ও অ্যাকশন থাকছে ছবির রন্ধ্রে রন্ধ্রে। এই ছবি নিয়ে যখন প্রত্যাশা তুঙ্গে ঠিক তখন ছবি কেন্দ্রিক সিক্রেট ফাঁস করলেন ‘রক্তবীজ’-এর পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায়।

Tollywood,Bengali movie,Raktabeej,Abir Chatterjee,Mimi Chakraborty,ShoboprosadMukherjee,Nandita Roy

এই ছবিটিতে রাজনৈতিক প্রেক্ষাপটটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তৎকালীন রাষ্ট্রপতি প্রণব মুখার্জির ভূমিকায় দেখা যাবে বর্ষীয়ান অভিনেতা ভিক্টর বন্দ্যোপাধ্যায়কে। ছবির জন্য অভিনেতাকে কিভাবে রাজি করিয়েছিলেন পরিচালক? প্রশ্ন উঠতে শিবপ্রসাদ জানান, দোলের দিন একটি মেসেজ করেছিলেন তিনি। পরের দিন সকাল ১১ টায় অভিনেতার সঙ্গে ফোনে কথা হয়। শিবপ্রসাদ নিজের পরিচয় দিয়ে বলেছিলেন, জানিনা আপনি আমাদের কথা শুনেছিলেন কিনা বা কোনো ছবি দেখেছেন কিনা। উত্তরে অভিনেতা বলেন, “যদি না শুনতাম তাহলে মেসেজের উত্তর পেতেন না।”

Tollywood,Bengali movie,Raktabeej,Abir Chatterjee,Mimi Chakraborty,ShoboprosadMukherjee,Nandita Roy

পরিচালক এরপর স্মৃতি স্মরণ করে বলেন, এহেন কথার পর অভিনেতা বলেছিলেন, “আপনাদের সুখ্যাতি যেমন শুনেছি, আপনারা নিশ্চয়ই আমার কুখ্যাতি শুনেছেন, আমি খুব একটা সহজ মানুষ নই।” শিবপ্রসাদ জানান এরপর চিত্রনাট্য নিয়ে আলোচনা হয়েছে ও এগিয়েছে ছবির কাজ। পরিশেষে পরিচালকের কথায়, অত্যন্ত পেশাদার মানুষ অভিনেতা ভিক্টর বন্দ্যোপাধ্যায়।




Leave a Reply

Back to top button