টলিউডের তিনি নবাগতা নায়িকা! ‘বাঘাযতীনের’ অর্ধাঙ্গিনী হতে নিজেকে আমূল বদলেছেন সৃজা

বাঘাযতীনের 'ইন্দুবালা' হতে কিভাবে প্রস্তুত হয়েছেন সৃজা দত্ত?

পূর্বাশা, হুগলি: একজন ডাক্তারি পড়ুয়া থেকে দেবের নায়িকা। রূপকথার মতো অভিনেত্রী সৃজা দত্তের জার্নি। নিজ যোগ্যতায় বাঘাযতীনের ইন্দুবালা হয়ে উঠেছেন তিনি। ক্রমে হয়ে উঠছেন টলি ইন্ডাস্ট্রির চোখের মণি। কিন্তু স্বাধীনতা সংগ্রামী ‘বাঘাযতীনের’ অর্ধাঙ্গিনী হয়ে ওঠার পথটা কতটা কঠিন ছিল? কিভাবে নিজেকে প্রস্তুত করেছেন সৃজা? জানালেন অভিনেত্রী।

Tollywood,Bengali movie,Baghajatin,Sreeja Dutta,Exclusive

হিন্দুস্থান টাইমস বাংলার এক সাক্ষাৎকারে সৃজা জানিয়েছেন, ইন্দুবালার মতো কথা বলবেন বলে বাড়িতে ক্রমাগত বাংলা শব্দ আওড়ে গেছেন তিনি।
ঠাকুমা, দিদিমাদের থেকে শিখেছেন সে সময়কার কথার টান। রান্নাবান্নার অভ্যাস না থাকা সৃজা শিখেছেন বঁটিতে তরকারি কাটা থেকে শুরু করে মশলা বাটা। এমনকি শাড়ি পরে চলাফেরায় যাতে অপটু না লাগে তাই বাড়িতেও শাড়ি পরে থাকতেন
সৃজা দত্ত।

Tollywood,Bengali movie,Baghajatin,Sreeja Dutta,Exclusive

নিজেকে নতুন রূপে খুঁজে পেয়ে অত্যন্ত খুশি সৃজা।
অভিনয় জগতে পা রাখাকে ভাগ্যের টান বলেও উল্লেখ করেছেন তিনি। তবে গডফাদার ছাড়াই এই
ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা পাকা করতে পেরে নিজের প্রতি গর্বিত ‘ইন্দুবালা’। পুজোর প্রেক্ষাগৃহে ‘বাঘাযতীনের’ স্ত্রী হিসেবে নজর কাড়বেন তিনি।




Leave a Reply

Back to top button