“আমার মেয়ে আত্মীয়দের মধ্যেই বড় হয়েছে…!” ‘জল থৈ থৈ ভালোবাসায়’ যোগ্য জবাব দিল কোজাগরী!
কোজাগরী দিল সপাট জবাব! চুপ সকলে।

পূর্বাশা, হুগলি: স্টার জলসায় শুরু হওয়া ‘জল থৈ থৈ ভালোবাসা’ ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্র কোজাগরী একজন প্রাণোচ্ছল মানুষ। তবে প্রয়োজনে যোগ্য জবাব দিতে পিছপা হন না তিনি। সম্প্রতি কোজাগরীর মেয়ের বিয়ে ঠিক হয়েছে। অর্থবান পরিবারে মেয়ের বিয়ের কথা এগোতে সপরিবারে সেখানে যান কোজাগরী। কিন্তু এত আত্মীয় একসঙ্গে আসায় অসন্তুষ্ট হন সে পরিবারের লোকজন। অসন্তোষ প্রকাশ করতেই তার সপাট জবাব দেন কোজাগরী।
কোজাগরী বলেন, তাঁর মেয়ে আত্মীয়দের মধ্যে বড় হয়েছে। তাই তাঁর মেয়েকে বউ করে আনতে হলে তাঁর পরিবারের আত্মীয়দেরও মানতে হবে। পাশাপাশি, অর্থ থাকা সত্ত্বেও তাঁদের এহেন ব্যবহার দেখে খোঁটা দিতেও ছাড়েননি কোজাগরী। তাঁর এহেন জবাব দেখে অপরপক্ষ খানিক অবাক হয়। তবে জবাবের গুরুত্বও বুঝতে পারে।
জলসার পর্দায় শুরু হওয়া ‘জল থই থই ভালোবাসা’
ধারাবাহিকে প্রধান ভূমিকায় অপরাজিতা আঢ্য। তাঁর অভিনয় দক্ষতা ও লীনা গাঙ্গুলীর গল্পের টান
দর্শক মহলে যথেষ্ট জনপ্রিয় হচ্ছে এই ধারাবাহিক।
সাপ্তাহিক টিআরপি তালিকাতেও ছক্কা হেঁটে ছুটছে
‘জল থৈ থৈ ভালোবাসা’।