ডুয়ার্সে এসে ভূয়সী প্রশংসা ২ বিদেশি পর্যটকের
প্রাকৃতিক সৌন্দর্যের থেকেও মন কেড়েছে এখানকার মানুষের আন্তরিকতা।

শুভঙ্কর, উত্তরবঙ্গ : বাঙালি হোক কি অবাঙালি, খুদে হোক কি বৃদ্ধ, ভ্রমণ প্রিয় সকলেই। ভ্রমণ শুধু উপভোগ করার জন্য নয়, দেয় অনেক শিক্ষাও। বিশেষ করে উত্তরবঙ্গ হল ভ্রমণ প্রেমীদের জন্য একটি স্বর্গ। এখানে রয়েছে প্রকৃতির সেই রূপ যা দেখলে চোখ জুড়ে আসে মানুষের। তবে সিকিমে প্রাকৃতিক দুর্যোগের কারণে চাপ পড়েছিল উত্তরবঙ্গে। পর্যটকদের চরম অভাব দেখা গেছিল জেলাগুলোতে। তবে ধীরে ধীরে প্রকৃতি শান্ত হচ্ছে এবার তার সঙ্গে বাড়ছে ভ্রমণ প্রেমীদের উত্তরবঙ্গে সংখ্যা। তবে শুধু ভারতীয় পর্যটক নন উত্তরবঙ্গে তাদের সঙ্গে পাল্লা দিয়ে ভিড় জমাচ্ছেন বিদেশী পর্যটকরাও।
তবে এবার উত্তরবঙ্গের সৌন্দর্যে মুগ্ধ হলো দুই বিদেশি পর্যটক। ডুয়ার্সের সৌন্দর্য মন কেড়েছে তাঁদের। ঠিক এমনটাই জানিয়েছেন তাঁরা। জানা গিয়েছে তাঁরা পেশায় অধ্যাপক। ই-রিক্সায় বসেই তাঁরা নিজেদের অভিজ্ঞতার কথা জানালেন। এক অধ্যাপক স্তেফিনা পাটের তৈরির ব্যাগের প্রশংসা করেন। তাঁর বক্তব্য, “এই ব্যাগটা আমি এখান থেকেই কিনেছি। খুবই সুন্দর হাতের কাজ। এবং এই স্থানটিও খুব সুন্দর। তবে এর চেয়েও আমার যেটা বেশি ভালো লেগেছে, সেটা হল এখানকার মানুষের ব্যবহার। খুব আন্তরিক তারা।”
তাঁর সঙ্গে থাকা অন্য একজন অধ্যাপক তাঁর অভিজ্ঞতার কথা জানান। তিনি বলেন, “আমরা সংক্রামক রোগের গাণিতিক মডেলিংয়ের বিষয়ে চারদিনের দুটি কনফারেন্সে যোগ দিতে এসেছি। একটি এই উত্তরবঙ্গে এবং আরেকটি কলকাতায়। এরই মাঝেই ডুয়ার্স ভ্রমণ করা। সত্যি বলতে গেলে আমার এই জায়গাটা খুব ভালো লেগেছে। বিশেষ করে এখানকার মানুষরা এতটা আন্তরিক যে কখনো আমাদের মনে হয়নি আমরা ভিন দেশের।”
উল্লেখ্য, পর্যটকদের আকর্ষিত করতে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। সাজানো হচ্ছে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলি। যেহেতু দরজা খটখটাচ্ছে দূর্গাপুজো, সেই কারণে বাড়ানো হয়েছে প্রস্তুতির গতি। এবার দেখার বিষয় পর্যটকদের সংখ্যা শেষ পর্যন্ত বাড়বে কি বাড়বেনা।