সপ্তমী সকালে হ্যামিলটনগঞ্জে হাতি
বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গল থেকে বেরিয়ে লোকালয়ে চলে এলো একটি হাতি। তবে স্বস্তির ব্যাপার এই হাতি প্রবেশ করলেও কারোর কোন ক্ষতি করেনি।

আলিপুরদুয়ার: দুর্গাপুজোর প্যান্ডেলে দেবী দুর্গার প্রতিমার পাশেও দেখা যায় লক্ষী, সরস্বতী, কার্তিক, গণেশদের। কিন্তু ভাবুন তো যদি আচমকায় গণেশকে নিজের চোখের সামনে দেখেন তাহলে কি হবে? না! এখানে গণেশ বলতে গণপতি বাপ্পাকে বলা হয়নি। এখানে বোঝানো হয়েছে হাতিকে। সপ্তমীর দিন এমনই একটি ঘটনা ঘটলো।
কি ঘটনা? কোথায় ঘটলো? এই ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার জেলায় হ্যামিল্টনগঞ্জ সংলগ্ন এলাকায়। বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গল থেকে বেরিয়ে লোকালয়ে চলে এলো একটি হাতি। তবে স্বস্তির ব্যাপার এই হাতি প্রবেশ করলেও কারোর কোন ক্ষতি করেনি। জানা গিয়েছে, দুর্গাপূজা উপলক্ষে মহাষষ্ঠীর রাতে এলাকার বহু লোকই রাস্তায় পরিবার বা বন্ধুদের সঙ্গে ছিলো। সকাল হতেই তারা বাড়ি ফেরেন এবং সেই সময়েই তাঁরা এই হাতিটিকে দেখতে পান। সেই হাতিটিকে দেখতে ভিড় জমান স্থানীয়রাও। এতো মানুষের আওয়াজে সেই হাতিটি বাসরা নদী পার করে ফিরে যায় জঙ্গলে। যদিও হাতিটির ওপর নজর রাখছেন হ্যামিল্টনগঞ্জ রেঞ্জ, এমনটাই জানা গিয়েছে। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, প্রায় বক্সার জঙ্গল থেকে এইভাবে চলে আসে হাতি।
তবে হাতি দেখার ঘটনা এই প্রথম নয়। এর আগে বহুবার হাতি লোকালয়ে প্রবেশ করেছে বহু জায়গায়। আর উত্তরবঙ্গে তো দুদিন অন্তর দেখা যায় এই দৃশ্য। কিছু জায়গায় ক্ষতি যেরম হয়েছে। আবার কিছু জায়গায় কোন তান্ডব করেনি হাতি। এবার দেখার বিষয় এই হাতিটি পড়ে আবার একা আসবে নাকি পুরো দল নিয়ে আসবে। এরপর আর কিসের সাক্ষী হবেন এলাকাবাসীরা?