আবার কাম ব্যাক ‘খলনায়কের ‘
তবে কি এটা তাদের ২ য় সিজিন। খল্যানোকের সকল কাস্টদের দেখা গেলো পার্টিতে একসাথে।

পুরো টিম হলো একজোট পার্টিতে। টিম ‘খলনায়ক’ এর দেখা মিলল একটি পার্টিতে। প্রযোজক সুভাষ ঘাই এবং তাঁর স্ত্রী মুক্তার বিবাহবার্ষিকী উদযাপন করতে একসাথে হলেন খলনায়ক’ ছবির কাস্ট মাধুরী দীক্ষিত, সঞ্জয় দত্ত, জ্যাকি শ্রফ এবং অনুপম খের। এই পার্টিতে যোগ দিয়েছেন মাধুরীর চিকিৎসক স্বামী শ্রীরাম নেনেও।
নেনে পার্টির কিছু ছবি শেয়ার করলেন নেটিজেনদের সাথে সোশ্যাল মিডিয়ায় । সাথে ট্যাগ করেছেন স্ত্রী মাধুরীকে। তাদের এই ছবি দেখে সোশ্যাল মিডিয়ার সাইটে একজন লিখেছেন , ‘গোটা খলনায়ক টিম’। আরও একজন লিখেছেন, ‘খলনায়ক সিজন ২ কি আসছে?’ কেউ লিখেছেন, ‘একফ্রেমে সব কিংবদন্তি’।
মুক্তি পাওয়া খলনায়ক জিতেছে বহু পুরষ্কার। সাথে জনপ্রিয়তা পেয়েছে ছবির অন্যতম জনপ্রিয় একটি গান ‘ চোলি কে পিছে ক্যা হ্যা ‘।এই বছরের জুনে মুক্তির ৩০ বছর পূর্ণ করে খলনায়ক। বলিউড হাঙ্গামাকে দেওয়া একটি সাক্ষাত্কারে, সুভাষ বলেছিলেন ছবিটি ‘চোলি কে পিচে’-এর কারণে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পায়নি। কারণ খুবই বিতর্কিত একটি গান।