জনপ্রিয় রিয়েলিটি শো রোজগেরি গিন্নি খ্যাত সঞ্চালিকা লাজবন্তী রায়ের কন্যা এবার মেগা ধারাবাহিকে
এবার স্টার জলসায় মেগা ধারাবাহিকের মুখ্য চরিত্রে রোজগিরি গিন্নি খ্যাত সঞ্চালিকা কন্যা অঙ্গনা রায়!

কলকাতা: বাংলা টেলিভিশনে এমন অনেক রিয়্যালিটি শো সম্প্রচারিত হয়েছে যেগুলি শেষ হয়ে যাওয়ার পরেও দর্শকরা ভুলতে পারেননি। দর্শকেরা আজ মনে রেখেছেন সেই সমস্ত শো গুলিকে এমনই একটি শো হল ‘রোজগেরে গিন্নি’।সেই সময় সিঁধেল চোর, কাঞ্চন মল্লিক সঞ্চালিত জনতা এক্সপ্রেস কিংবা লাজবন্তী রায়ের রোজগেরে গিন্নি ছিল খুব জনপ্রিয় সব খেলা। যেখানে লাজবন্তী রায়, মধুমন্তি মৈত্র এবং পরমা বন্দোপাধ্যায়ের মতো সঞ্চালিকারা থাকতেন সঞ্চালনার দায়িত্বে। একটা সময় বিকেল হলেও এই শো দেখার জন্য টিভির সামনে বসে পড়তেন প্রত্যেকে। ‘রোজগেরে গিন্নি’ সঞ্চালনা করে বাংলার প্রায় প্রত্যেক ঘরে ঘরে পৌঁছে গিয়েছিলেন লাজবন্তী রায়। বাংলা সঙ্গীত দুনিয়ার অত্যন্ত পরিচিত মুখ হলেন লাজবন্তী। একাধিক জনপ্রিয় গান গেয়েছেন তিনি। তবে ‘রোজগেরে গিন্নি’ সঞ্চালনার পর লাজবন্তীর জনপ্রিয়তা দ্বিগুণ হয়ে যায়। এখনও অনেকে তাঁকে ‘রোজগেরে গিন্নি’ হোস্ট নামেই মনে রেখেছেন। লাজবন্তীর একমাত্র কন্যা অঙ্গনা হেঁটেছেন মায়ের দেখানো পথেই। একাধিক ওয়েব সিরিজে অভিনয় করার পর এবার ছোট পর্দায় আসতে চলেছেন অঙ্গনা স্টার জলসার এক সিরিয়ালের হাত ধরে ছোটপর্দায় পা রাখতে চলেছেন তিনি।
তবে এটাই তাঁর প্রথম কাজ নয়। টেলিভিশনে প্রথমবার হলেও তিনি চলচিত্র জগতের খুবই পরিচিত মুখ। মেগা ধারাবাহিকে কাজ করার আগেই তিনি ইতিমধ্যেই করে ফেলেছেন একাধিক ওয়েব সিরিজ এবং অতন্ত্য পরিচিত সিনেমা ‘আলো’ দিয়ে প্রথম অভিনয়ে হাতে খড়ি। এছাড়া ইন্দুবালা ভাতের হোটেল’, ‘পাপ’, ‘নষ্টনীড়’,’তানসেনের তানপুরা’র মতো জনপ্রিয় সব ওয়েব সিরিজে কাজ করেছেন লাজবন্তী রায় কন্যা অঙ্গনা রায়।
এবার স্টার জলসার পর্দায় শীঘ্রই শুরু হতে চলেছে নতুন ধারাবাহিক ‘তুমি আশেপাশে থাকলে’। নামভূমিকায় অভিনয় করছেন জনপ্রিয় টেলি অভিনেতা রোহন ভট্টাচার্য। তাঁর বিপরীতেই নায়িকা হিসেবে দেখা যাবে লাজবন্তী-কন্যাকে। রোহনকে এর আগে ভজ গোবিন্দ, কলের বউ ইত্যাদি জনপ্রিয় মেগা ধারাবাহিকে অভিনয় করতে দেখা গিয়েছে। একঘেয়ে পরকীয়া-কুটকচালি ছেড়ে ভৌতিক কাহিনী নিয়ে আসছেন রোহন-অঙ্গনা। ইতিমধ্যেই প্রকাশ্যে এসে গিয়েছে ধারাবাহিকের দু’টি প্রোমো। আগামী ৩ নভেম্বর থেকে শুরু হচ্ছে এই সিরিয়াল। রাত ৮টায় ‘বাংলা মিডিয়াম’র স্লটে দেখা যাবে ‘তুমি আশেপাশে থাকলে’ সিনেমা ওয়েব সিরিজের পর এবার টিভি পর্দায় মেগা ধারাবাহিকে মায়ের মতো তিনিও দর্শকদের মন জয় করতে পারেন কিনা লাজবন্তী কন্যা অঙ্গনা তা দেখার পালা।