টাইগার থ্রি’-এর রেকর্ড অগ্রিম বুকিং-এ, প্রথমদিনে কত টিকিট বিক্রি হল জানেন?

অগ্রিম বুকিংয়ে বিপুল সাড়া! 'পাঠান', 'জওয়ান'কে কি ছাপিয়ে  যাবে সলমনের 'টাইগার ৩'-র ব্যবসা?

সলমন খান (Salman Khan) ও ক্যাটরিনা কাইফ (Katrina Kaif) অভিনীত ‘টাইগার ৩’ (Tiger 3) ছবি মুক্তি পাবে ১২ নভেম্বর। ইতিমধ্যেই শুরু হয়েছে ছবির টিকিটের অগ্রিম বুকিংও (advance booking response)। তাতে দর্শকের থেকে মিলেছে ব্যাপক সাড়া। ট্রেড এক্সপার্টদের (trade expert) মতে ৬০ হাজারের বেশি টিকিট বিক্রি হয়েছে প্রথম দিনেই।

Tiger 3,Salman Khan,Shah Rukh Khan,Katrina Kaif,Bollywood,Boxoffice

YRF স্পাই ইউনিভার্সের নতুন সংযোজন ‘টাইগার ৩’। ১২ নভেম্বর, দীপাবলির আবহে মুক্তি পাবে সলমন খান ও ক্যাটরিনা কাইফ অভিনীত, মণীশ শর্মা পরিচালিত এই ছবি। রবিবার, ৫ নভেম্বর, শুরু হয়েছে ছবির টিকিটের অগ্রিম বুকিং। ‘এক থা টাইগার’, ‘টাইগার জিন্দা হ্যায়’র পর টাইগার ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবি এটি। বহু প্রতীক্ষায় ছিলেন দর্শক, তা প্রমাণিত প্রথম দিনের বিক্রি হওয়া টিকিটের পরিমাণ থেকেই। পিভিআরের তরফে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, ‘দীপাবলির দিন মুক্তি পাওয়া সত্ত্বেও আমরা ইতিমধ্যেই অগ্রিম বুকিংয়ে ১ লক্ষ টিকিট বিক্রি করে ফেলেছি, যার মধ্যে প্রথম দিনেরই ৬০ হাজার টিকিট রয়েছে। সারা দেশজুড়ে সলমন খানের বিপুল অনুরাগী থাকার কারণে এবং দক্ষিণ ভারতের তামিল ও তেলুগু ভাষায় ডাবিং ভার্সনের জন্য, এই ছবি এত বিপুল পরিমাণ দর্শক আকর্ষণ করতে পেরেছে যা ছাপিয়ে গিয়েছে হিন্দি বেল্টকেও।’

একাধিক ট্রেড অ্যানালিস্ট ও হল মালিকদের মতে, এই ছবি প্রথম সপ্তাহেই ২০০ কোটির গণ্ডি পার করে ফেলতে পারবে। কারণ প্রথম সপ্তাহ লম্বা এবং উৎসবের। প্রখ্যাত ট্রেড অ্যানালিস্ট ও ফিল্ম সমালোচক তরণ আদর্শ জানান, ‘টাইগার ৩’-এর অগ্রিম বুকিংয়ের পরিমাণ খুবই আশাব্যাঞ্জক। পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘ছবি হিসেবে খুবই ভাল প্রতিক্রিয়া পেয়েছে অগ্রিম বুকিং। সকাল পর্যন্ত, জাতীয় চেন – পিভিআর, আইনক্স ও সিনেপলিস প্রায় ৬৩ হাজার মতো টিকিট বিক্রি হয়েছে। ‘পাঠান’ বা ‘জওয়ান’-এর সঙ্গে এর তুলনা করা উচিত হবে না’। রবিবার, দীপাবলির দিনই মুক্তি পাচ্ছে এই ছবি, যে সন্ধ্যায় বেশিরভাগ বাড়িতে লক্ষ্মী পুজো হবে, বাঙালিরা মাতবেন কালী পুজোয়। ফলে অনেকেই হয়তো সোমবার যেতে পারেন ছবি দেখতে বা ‘স্পট বুকিং’ হতে পারে টিকিটের। তবে মুক্তির তারিখ যত এগিয়ে আসবে ততই ভাল করে বোঝা যাবে কেমন সাড়া পাচ্ছে ‘টাইগার ৩’।




Leave a Reply

Back to top button