৪৪-এও রাইমার গ্ল্যামার এর ঝলকে ঈর্ষান্বিত টলি পাড়া, জানেন কি একোন সিক্রেটের ফল?

৪০-এর কোটা পেরিয়েও এখন ও তরুণী রাইমা, রাইমা জানালেন মুনমুন সেনের টোটকা

কলকাতা: টলি পাড়ার হট সেনসেশন রাইমা সেন। সুচিত্রা সেনের নাতনি রাইমার মেদহীন শরীর দেখে লজ্জা পড়বেন হালফিলের অভিনেত্রীরা। তাঁর চাবুক ফিগারে যে কোনও পোশাকই দারুণভাবে তাঁকে মানিয়ে যায়। বিকিনি হোক বা সিল্ক শাড়ি, রাইমার শরীরে তা যেন আরও সুন্দর হয়ে ওঠে। রাইমা এক পুরনো সাক্ষাৎকারে জানিয়েছিলেন যে তিনি ভাত খেতে ভীষণ ভালোবাসেন। তবে ডায়েটে থাকার কারণে ভাত খুব একটা খাওয়া হয় না।
RAIMA SEN,MUNMUN SEN,Tollywood,skin care,fitness,Birthday

সুযোগ পেলে এমনকী দিনে দুবার ভাতও খান বলে জানিয়েছিলেন রাইমা।  তাঁর বোল্ড ও সাহসী ব্যক্তিত্ব বরাবরই তাঁর অনুরাগীদের মনে ঝড় তোলে। ইতিমধ্যেই ৪০-এর কোটা পেরিয়েছেন রাইমা। ৭ নভেম্বর তিনি পা দিলেন ৪৪ বছরে। অথচ তাঁকে দেখে কোনওভাবেই তাঁর বয়স বোঝার উপায় নেই। কঠোর শরীরচর্চা ও ডায়েটের মধ্যে থাকলেও সুযোগ পেলেই রাইমা খাওয়া-দাওয়ায় হয়ে পড়েন বেহিসাবী।

ফিগারের পাশাপাশি রাইমা তাঁর ত্বককেও টানটান করে রেখেছেন। কোনও বয়সের ছাপ নেই মুখের মধ্যে। রাইমা অবশ্য এর ক্রেডিট তাঁর মা মুনমুন সেনকে দিয়ে থাকেন। অভিনেত্রী এখনও তাঁর মা মুনমুনকে জিজ্ঞাসা করেই সব প্রোডাক্ট ব্যবহার করেন। রাইমার কোন ধরনের প্রোডাক্ট ব্যবহার করা উচিত, রাইমার ত্বকের ধরন অনুযায়ী কোন ধরনের ময়শ্চারাইজার বা ক্লিনজার বেশি ভালো কাজে দেবে, তা সবই ঠিক করে দেন তাঁর মা মুনমুন সেন। আর রয়েছে রাইমার দিদা সুচিত্রা সেনের কিছু সিক্রেট স্কিন কেয়ার টোটকা। টলি পাড়ায় তাঁর রূপের গ্ল্যামার ও ছিপ ছিপে ফিগার এখনো মনে  জাগায় ঈর্ষা জাগায় প্রত্যেক অভিনেত্রীর মনে।




Leave a Reply

Back to top button