শাশুড়ি-বৌমার মিল হতেই টিআরপি-র টপে কার কাছে কই মনের কথা

বেঙ্গল টপার শিমুল, কত নম্বর পেল অনুরাগের ছোঁয়া?

কলকাতা: শাশুড়ি-বউমার মিল হতেই গল্প জমে ক্ষির৷ একেবারে বেঙ্গল টপার(Bengal Topper) ‘কার কাছে কই মনের কথা’। প্রথমবার প্রথম স্থান ছিনিয়ে নিল ‘শিমুল’৷ ৭.৭ রেটিং(Rating) পেয়েছে মানালির ডেইলি সোপ৷ এদিকে, নম্বর সামান্য বাড়লেও এই সপ্তাহেও হারানো সিংহাসন ফিরে পেতে ব্যর্থ ‘অনুরাগের ছোঁয়া’। মিশকার গর্ভে সূর্যর সন্তানকে দর্শক যে মেনে নিতে পারছে না, তা বেশ স্পষ্ট৷

Bangla serial,Anurager Chowa,Kar Kache Koi Moner Kotha,Love Biye Ajkal,Tumi Ashe Pashe Thakle,Star Jalsha,Zee Bangla,TRP LIST

চলতি সপ্তাহের টিআরপি(TRP) তালিকা দেখে খুশির ঠিকানা নেই ‘কার কাছে কই মনের কথা’র ভক্তদের। ৭.৭ রেটিং নিয়ে এক নম্বরে( NUMBER)শিমুল ও তাঁর বান্ধবীরা। অন্যদিকে এবার খানিকটা ধাক্কা লাগল জগদ্ধাত্রী পরিবারে। এক নম্বর থেকে নেমে সোজা তিনে চলে গিয়েছে ব্লুজ প্রোডাকশনের এই মেগা। প্রাপ্ত নম্বর ৭.৩।  গত সপ্তাহে অনুরাগের ছোঁয়ার টপার পজিশন থেকে ছিটকে পাঁচে নেমে গিয়েছিল। এবার এক ধাপ উঠে চার নম্বর স্থান নিয়েই সন্তুষ্ট থাকতে হল সূর্য-দীপাকে। ঝুলিতে এসেছে ৭.২ নম্বর।

এই সপ্তাহে যৌথভাবে দ্বিতীয় স্থান দখলে রাখল ফুলকি ও নিম ফুলের মধু। দুই মেগার (Mega serial) সংগ্রহেই ৭.৬ নম্বর। তবে বেশ খানিকটা চাপে সৃজন-পর্ণা। কারণ রাত ৮টার স্লটে(slot) গত শুক্রবার থেকে নতুন মেগা লঞ্চ করেছে জলসা। রোহন-অঙ্গনার ‘তুমি আশে পাশে থাকলে’ শুরুতেই ছক্কা হাঁকাল। দেব-পারোর রোম্যান্সে( Romance) বুঁদ দর্শক। প্রথম এপিসোডের জন্য ৭.১ টিআরপি( TRP) পেয়েছে এই মেগা, যা প্রশংসনীয়।

প্রথম- কার কাছে কই মনের কথা  (৭.৭)

দ্বিতীয়- ফুলকি / নিম ফুলের মধু (৭.৬)

তৃতীয়- জগদ্ধাত্রী (৭.৩)

চতুর্থ- অনুরাগের ছোঁয়া (৭.২)

পঞ্চম- লাভ বিয়ে আজকাল (৬.৪)

ষষ্ঠ- রাঙা বউ (৬.৩)

সপ্তম- ইচ্ছে পুতুল/জল থই থই ভালোবাসা/হরগৌরী পাইস হোটেল (৬.২)

অষ্টম- সন্ধ্যাতারা (৬.১)

নবম- তুঁতে (৬.০)

দশম- তোমাদের রাণী/বাংলা মিডিয়াম (৫.৭)




Leave a Reply

Back to top button