মহানায়কের ভূমিকায় দেখা যাবে দেবকে
জানা গিয়েছে, বিখ্যাত পরিচালক সত্যজিৎ রায়ের (Satyajit Ray) নায়ক (Nayak) ছবির অবলম্বনে নতুন ছবিতে অভিনয় করতে চলেছেন তিনি। মহানায়ক উত্তম কুমারের ভূমিকায় অভিনয় করবেন। ইতিমধ্যেই তারকার সাংসদ শুরু করে দিয়েছে এর পরিকল্পনা।

কলকাতা: সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে নতুন রূপে বরাবরই তুলে ধরেছে দেব (Dev Adhikari)। এবারেও হলো না তার ব্যতিক্রম। চাঁদের পাহাড়, চ্যাম্পিয়ন, বাঘা যতীন, ইত্যাদির মতন ফের নতুন প্রজেক্ট আনছেন তিনি। কি সেই নতুন প্রজেক্ট তারকা সাংসদের? জানা গিয়েছে, বিখ্যাত পরিচালক সত্যজিৎ রায়ের (Satyajit Ray) নায়ক (Nayak) ছবির অবলম্বনে নতুন ছবিতে অভিনয় করতে চলেছেন তিনি। মহানায়ক উত্তম কুমারের ভূমিকায় অভিনয় করবেন তিনিই। ইতিমধ্যেই তারকা সাংসদ শুরু করে দিয়েছে এর পরিকল্পনা।
জানা গিয়েছে, ছবিটি কোন রিমেক না। ‘নায়ক’ ছবির প্রতি শ্রদ্ধা জানাতে পরিকল্পনা করা হচ্ছে। এমনকি সত্যজিৎ রায়ের পুত্র সন্দীপ রায়ের (Sandeep Ray) সঙ্গেও কথা হয়ে গেছে দেবের এমনটাই খবর। পাশাপাশি কেনা হয়ে গেছে সিনেমার রাইটও (Right)। এই সম্বন্ধে দেবের বক্তব্য, “এখন অবধি স্বাক্ষর জাতীয় কিছু করা হয়নি। তবে বাবুদা আমাদের অনুমতি দিয়েছেন। ওনার মৌখিক সম্মতি পেয়েছি এবং ওটাই যথেষ্ট আমার কাছে।” এছাড়াও দেব জানান, “দেখুন নায়ক ছবিটি আমার অত্যন্ত প্রিয় একটি ছবি। আমি বহুবার দেখেছি। তবে বলে রাখা ভালো রাইট কিনেছি মানে এই নয় যে ছবিটা এক্ষুনিই হবে। এটা অনেক ভেবেচিন্তে এবং পরিকল্পনার সাথে করতে হবে। তবে পাকাপাকিভাবে আগামী দিনে এই ছবিটা তৈরি হবে। তাই এখন থেকে রাইট কিনে রেখেছি।”
উল্লেখ্য, মহানায়ক উত্তম কুমারের (Mahanayak Uttam Kumar) ভূমিকায় এই প্রথম কোন অভিনেতা অভিনয় করতে চলেছেন না। এর আগেও মহানায়কের ভূমিকায় অভিনয় করতে দেখা গেছে জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee) এবং যিশু সেনগুপ্তকে (Jishu Sengupta)। ১৯৬৬ সালে নায়ক ছবিটি মুক্তি পেয়েছিল এবং সেই বছরে সবচেয়ে জনপ্রিয় এবং সফল ছবির মধ্যে একটি হয়েছিল। এবার দেখার বিষয় প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও যিশু সেনগুপ্তর পর তারকা সাংসদ কতটা প্রভাব ফেলতে পারে মহানায়কের ভূমিকায় অভিনয় করে। এছাড়াও অভিনেত্রী কে হবেন, সেটাও এখন দেখার বিষয়।