থ্রিলার ওয়েব সিরিজে জুটি বাঁধতে চলেছেন আরিফিন-সোহিনী
জানা গিয়েছে, এই ওয়েব সিরিজের নাম ‘লহু’। পরিচালক ভারতীয় হলেও, প্রযোজনায় রয়েছে বাংলাদেশ। জানা গিয়েছে, সেই দেশের জনপ্রিয় ওয়েব প্ল্যাটফর্ম চরকিতে দেখা যাবে এই ওয়েব সিরিজ।

কলকাতা: রহস্য-রোমাঞ্চ (Suspense Thriller) হোক কি ভয়-ভুতুড়ে (Horror), বাঙালির (Bengali people) সমস্ত রকম গল্প (Story) শোনা বা দেখাকে ঘিরে উত্তেজনা থাকে তুঙ্গে। এবার তেমনই একটি দুর্দান্ত কিছু উপহার পেতে চলেছেন বাঙালি। ব্যাপারটা ঠিক কি? পরিচালক রাহুল মুখোপাধ্যায় (Director Rahul Mukherjee) বরাবরই দর্শকদের রোমান্টিক ছবি (Romantic Movie) উপহার দেওয়ার জন্য জনপ্রিয়। ‘কিশমিশ’ (Kishmish), ‘দিলখুশ’এর (Dilkhush) মতো একাধিক রোমান্টিক ছবির দ্বারা দর্শকদের মন জয় করেছেন তিনি। তবে এবার সম্পূর্ণ অন্য গল্প আসতে চলেছে রাহুল মুখোপাধ্যায়ের তরফ থেকে। এবার তিনি দর্শকদের কাছে তুলে ধরতে চলেছেন রহস্য ও রোমাঞ্চে ভরা একটি ‘ওয়েব সিরিজ’ (Web Series)। তবে এই ওয়েব সিরিজে, শুধু ভারতীয় (India) নয়, থাকবে বাংলাদেশী (Bangladesh) ছোঁয়াও।
কি এই ওয়েব সিরিজ? জানা গিয়েছে, এই ওয়েব সিরিজের নাম ‘লহু’ (Lohu)। পরিচালক ভারতীয় হলেও, প্রযোজনায় রয়েছে বাংলাদেশ। জানা গিয়েছে, সেই দেশের জনপ্রিয় ওয়েব প্ল্যাটফর্ম চরকিতে (Web platform Charki) দেখা যাবে এই ওয়েব সিরিজ এবং এই ওয়েব সিরিজের মাধ্যমে এক হবে দুই বাংলা (Bengal)। অভিনয় কে বা কারা থাকবেন, সেই সম্পর্কে জানা গিয়েছে, এই ওয়েব সিরিজে জুটি বাঁধবেন পশ্চিমবঙ্গের (West Bengal) বিশিষ্ট অভিনেত্রী সোহিনী সরকার (Sohini Sarkar) এবং বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভ (Arifin Shuvo)। ১৮ নভেম্বর থেকে শুরু হবে শুটিং (Shooting)। সূত্রের খবর, কলকাতা (Kolkata) ও শিলংয়ের (Shilong) বিভিন্ন জায়গা বেছে নেওয়া হয়েছে শুটিংয়ের জন্য।
এই ওয়েব সিরিজ সম্বন্ধে পরিচালক রাহুল মুখোপাধ্যায় জানান, তিনি রোমান্টিক ছবি অজস্র করেছেন এবং ক্লান্ত হয়ে গেছেন তা করতে করতে। তাই নিজেকে ভেঙে এবার পরীক্ষা করে দেখতে চান আর কি কি করতে পারেন তিনি। অন্যদিকে, এমন গল্পে কাজ করার সুযোগ পেয়ে খুশি প্রকাশ করে ঈশ্বরকে ধন্যবাদ জানিয়েছেন অভিনেতা আরিফিন শুভ। এই গল্প ও চরিত্র সম্পর্কে উচ্ছ্বাসিত এবং আশাবাদী সোহিনীও, এমনটাই জানিয়েছেন তিনি।