আকাশ আট এ সাহিত্যপ্রেমীদের জন্য আসতে চলেছে নতুন ধারাবাহিক তিন ‘ভুবনের পারে’

এবার সমরেশ বসুর জনপ্রিয় উপন্যাস তিন ভুবনের পারে ধারাবাহিকের আঙ্গিকে মোড় নিতে চলেছে আকাশ আটের পর্দায়

ছোট পর্দায় সাহিত্যকেন্দ্রিক ধারাবাহিকের ক্রমশ কদর বাড়ছে। তাই দর্শকের সামনে একটি নতুন সাহিত্যধর্মী সিরিয়াল শুরু করতে চলেছে আকাশ আট। ২০শে নভেম্বর থেকে সমরেশ বসুর উপন্যাস  নিয়ে ধারাবাহিক আসছে আকাশ আটে।
Akash Aath,Serial,Samaresh Basu,novel

এর আগে এই ধারাবাহিককে কেন্দ্র করে চলচ্চিত্র হয়েছে। হয়তো তোমারই জন্য…হয়েছি প্রেমে যে বন্য…’। মান্না দের গলায় বাংলার আইকনিক প্রেমের গান ভোলা যায়? ভোলা যায় না পর্দায় সৌমিত্র-তনুজার রসায়ন। সেই ‘তিন ভুবনের পারে’ এবার আসছে ছোট পর্দায় ধারাবাহিক হিসেবে।

২০শে নভেম্বর  থেকে  সোম থেকে শনি সন্ধে সাড়ে সাতটায় দেখা যাবে ধারাবাহিকটি। বাঙালির নস্টালজিয়া উস্কে দেওয়া আইকনিক ছবি দর্শকদের চোখে আটকে থাকা সৌমিত্র তনুজার সেই রসায়ন এবার ভিন্ন আঙ্গিকে সিরিয়ালের পর্দায়। স্বাভাবিক ভাবেই তুলনা আসবে। তবে সব মিলিয়ে দর্শকের প্রত্যাশা পূরণ করতে পারে কিনা এই ধারাবাহিক, সেটাই দেখার।




Leave a Reply

Back to top button