হবু বরের সঙ্গে বিছানায় অন্তরঙ্গ নন্দিনী, লজ্জা-শরমের মাথা খেয়ে পোস্ট করলেন ভিডিয়ো
হবু স্বামীর বুকে মাথা রেখে আদর! বিছানায় শুয়ে অন্তরঙ্গ ভিডিও শেয়ার করলেন ‘স্মার্ট দিদি’ নন্দিনী

ইউটিউব হোক কিংবা ইনস্টাগ্রাম। সর্বত্রই ব্যাপক চর্চা চলে নন্দিনী গাঙ্গুলীকে (Nandini Ganguly) নিয়ে। নিত্যদিন তিনি থাকেন সংবাদ মাধ্যমের শিরোনামে। বর্তমানে অবশ্য তার নামের পাশে জুড়ে গিয়েছে অন্য এক তকমা। খুব শীঘ্রই স্মার্ট দিদি নন্দিনীকে দেখা যাবে বড় পর্দায়। জোর কদমে চলছে ছবির শ্যুটিং-এর কাজ।
শ্যুটিং-এর নানান মুহূর্তের ছবি এবং ভিডিও মাঝেমধ্যেই নিজের ভেরিফাইড ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে তুলে ধরেন নন্দিনী (Nandini Ganguly)। তবে এবার তিনি অন্য কারণে ছিনিয়ে নিলেন লাইমলাইট। সম্প্রতি একটি রিল ভিডিও পোস্ট করেছেন তিনি। আর সেখানেই তাঁর দেখা পাওয়া গেল হবু বর রুদ্র দাসের সঙ্গে। আদুরে মাখামাখি সেই ভিডিও দেখে অবাক নেটপাড়ার বাসিন্দারা।ভিডিওতে দেখা গেল রুদ্রর বুকে মাথা রেখে শুয়ে রয়েছেন নন্দিনী। মাঝেমধ্যেই তাঁর মাথা এবং গালে বুলিয়ে দিচ্ছেন হাত। ক্যাপশন দেখেই অবশ্য সবটা হয়ে গিয়েছে পরিষ্কার। আসলে প্রেমিক তথা হবু বরের জন্মদিন উপলক্ষেই এই রিল ভিডিও পোস্ট করেছেন তিনি। চলতি বছরেই বিয়ের পিঁড়িতে বসার কথা রয়েছে তাঁদের। মাঝেমধ্যে রুদ্রর দেখা পাওয়া যায়, নন্দিনীর ডালহৌসের দোকানে। আর এবার সোশ্যাল মিডিয়ায় ফুটে উঠলো আদুরে মাখামাখি ভিডিও।
সম্প্রতি রুদ্রর জন্মদিন উপলক্ষে একটি ভিডিও পোস্ট করে নন্দিনী লেখেন, “হ্যাপি বার্থডে টু ইউ জি।” সঙ্গে হ্যাশট্যাগে জুড়ে দেন, Happy Birthday আর love এই কথা দুটি। এই রোমান্টিক রিলে দেখা যাচ্ছে, হবু বরের সঙ্গে ভীষণ ঘনিষ্ঠ মুহূর্ত তৈরি করেছেন নন্দিনী। একে অপরের কাছাকাছি আসার সেই ঘনিষ্ঠ মুহূর্তের একটি ভিডিও পোস্ট করে হবু স্বামীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন নন্দিনী ওরফে স্মার্ট দিদি। খুব শীঘ্রই ‘তিন সত্যি’ সিনেমার হাত ধরে টলিউড ইন্ডাস্ট্রিতে হাত পাকা করতে চলেছেন নন্দিনী। এই সিনেমায় মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে তাঁকে। চরিত্রটির নাম নিলাক্ষী। পেশায় তিনি একজন লেখিকা। সঙ্গে আবার গোয়েন্দাও। এই ছবিতে দেখা যাবে উত্তম কুমারের নায়িকা সাবিত্রী চট্টোপাধ্যায়কেও। প্রিয় স্মার্ট দিদিকে নতুন রূপে দেখার জন্য অপেক্ষায় দিন গুণছেন হাজার হাজার ভক্ত।