ট্র্যাডিশনাল লুকে প্রি-ওয়েডিংয়ে চমক সন্দীপ্তা-সৌম্যর
৭ ডিসেম্বর সাত পাকে বাঁধা পরবে সেলেব জুটি

লাল ফিনফিনে শাড়ি, কালো স্লিভলেস ব্লাউস আর সঙ্গী অক্সিডাইজড জুয়েলারি। হাতে ঘড়ি ও বিডের ব্রেসলেট। সবমিলিয়ে এলিগেন্স একাকার। সঙ্গে সেই মিষ্টি হাসি তো বটেই। না। কোনও রূপকথা নয়। প্রি ওয়েডিং শ্যুট। তা কি রূপকথার চেয়ে কমকিছু? ভিডিও ও ছবিতে যেন রূপকথাই ভাসছে চোখের সামনে। ‘বোধন’ খ্যাত সন্দীপ্ত সেন ও সৌম্য মুখার্জীর প্রি ওয়েডিং শ্যুটে রয়েছে প্রশংসার পর প্রশংসা। সন্দীপ্তা কিছু ছবি নিজের ওয়ালে শেয়ার করে লিখেছেন, “জীবনে অনেক ৭ ডিসেম্বর কাটিয়েছি। তবে কখনও ভাবিনি যে এই ৭ ডিসেম্বরের জন্য অপেক্ষা করব। কি সৌম্য? রেডি তো?”
View this post on Instagram
এই পোস্ট শেয়ার করা হয়েছে ১৩৩বার। সঙ্গে রয়েছে একগুচ্ছ শুভেচ্ছাবার্তা ও বিয়ের সাজে সন্দীপ্তাকে দেখার আর্জি। নায়িকা জানিয়েছেন, বিয়েতে বেনারসীই মাস্ট। সম্পূর্ণ বাঙালি মতে এবং মহিলা পুরোহিত দিয়েই হবে বিয়ে সম্পন্ন। সমাজে বরাবরই মহিলা পুরোহিত বিষয়টি চর্চার শীর্ষে রয়েছে। শেষে তাঁকেই বেছে নিলেন ‘নষ্টনীড়’খ্যাত নায়িকা। হালকা মেকআপ ও শাড়িতে সবসময়ই নজর কাড়েন সন্দীপ্তা। প্রি ওয়েডিংয়েও কিছুটা একই লুক রেখেছেন।
এদিকে সৌম্যর পরণে রয়েছে কালো পাঞ্জাবি, জিন্স। সিম্পল তবে এলিগেন্সে বাজিমাত করেছে এই জুটি। কুড়িয়েছে ঢের প্রশংসাও।
তবে সন্দীপ্তা ছাড়াও সানাইয়ের আওয়াজ শোনা যাচ্ছে টলিপাড়ায়। দর্শনা বণিক, শ্রীপর্ণাদের মত নাযিকারাও রয়েছেন সাত পাকে বাঁধা পড়ার তালিকায়।