বিনা পারিশ্রমিকে কলকাতা ফিল্ম ফেস্টিভালের থিম সং গাইলের অরিজিৎ সিং

গানের ভাবনা ও লেখায় মমতা বন্দ্যোপাধ্যায়

গান মানেই অরিজিৎ সিং। অন্তত বর্তমান প্রজন্মের কাছে এটাই সত্যি। শুধু গান নয়, নিজের অতুলনীয় ব্যবহারে বারবার মন জয় করেছেন বাংলার ছেলে অরিজিৎ সিং। এবার অন্যরকম নজির গড়লেন তিনি। ২৯তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের থিম সং গাইলেন অরিজিৎ সিং (Arijit Singh)। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে এই গান। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ভাবনা ও কথায় এই গানটি গেয়েছেন অরিজিৎ। তবে যেখানে সবচেয়ে মন কেড়ে নেওয়ার বিষয় হল, এই গান গাওয়ার জন্য কোনও পারিশ্রমিক নেননি অরিজিৎ। এক টাকাও না। এই খবর জানিয়েছেন, রাজ্যের মন্ত্রী তথা সঙ্গীতশিল্পী ইন্দ্রনীল সেন (Indranil Sen)। অরিজিতের এই কান্ডে আবারও সকলের প্রশংসা অর্জন করেছেন তিনি।

চলতি বছর কলকাতা চলচ্চিত্র উৎসবে রয়েছে একের পর এক চমক। এবার বিশেষ অতিথি হিসেবে থাকছেন সলমন খান (Salman Khan)। এছাড়ও, এবার গেস্টলিস্টে নাম রয়েছে ডিরেক্টর অনুরাগ কাশ্যপের (Anurag Kashyap) । তাঁর বহুচর্চিত ছবি ‘কেনেডি’ (Kennedy) দেখানো হবে এই চলচ্চিত্র উৎসবে। যা এবার সিলেক্টেড হয়েছিল ‘কান’ ফিল্ম ফেস্টিভালেও (Cannes Film Festival)।

জানা গিয়েছে, ৫ থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত চলবে কলকাতা চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র উৎসবের আনুষ্ঠানিক সূচনা হবে কিংবদন্তী উত্তম-তনুজা অভিনীত ‘দেওয়া নেওয়া’ দেখিয়েই। তবে আর যাই হোক, অরিজিতের সমাজ, কলকাতা এবং সর্বোপরি সাধারণ মানুষের উপর যে ভাবে ভালোবাসা ও সম্মান বারবার উঠে আসে, তা সত্যিই প্রশংসার যোগ্য।




Leave a Reply

Back to top button