‘কাবুলিওয়ালা’ মিঠুনের প্রথম লুক, দেখুন
মিঠুন চক্রবর্তীর লুক হুবহু গল্প অনুযায়ী করা হয়েছে। সাদা দাড়ি, পরণে কাবুলি জামা, ঝোলা ইত্যাদি নিয়ে একেবারে পাক্কা কাবুলিওয়ালায় পরিণত হয়েছেন কিংবদন্তি এই অভিনেতা। মিনির চরিত্রেও বেশ মানিয়েছে ছোট্ট অনুমেঘাকে। কাবুলিওয়ালা মুক্তি পাওয়ার অপেক্ষায় মুখিয়ে রয়েছেন সিনেমাপ্রেমীরা।

রবীন্দ্রনাথের কাবুলিওয়ালা গল্পে সকলেরই শোনা আমাদের। এবার তা দেখা যাবে বড়পর্দায়। অবশেষে মুক্তি পেল মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty) অভিনীত ‘কাবুলিওয়ালা’-এর ট্রেলার। সুমন ঘোষ পরিচালিত এই মুভিতে আবির চ্যাটার্জি, সোহিনী সরকার (Sohini Sarkar) এবং অনুমেঘা কাহালি (Anumegha Kahali) অভিনয় করেছেন। রহমতের সাথে বন্ধুত্ব করা ছোট্ট মেয়েটির চরিত্রে অভিনয় করেছে অনুমেঘা।
১৯৬৫ সালের কলকাতায় নির্মিত এই প্রেক্ষাপট আফগানিস্তান থেকে অভিবাসী একজন ব্যক্তির গল্প বলে। একজন মানুষ যার একটি পরিবার আছে, তার নিজের বাড়ির একটি ‘মিনি’। সিনেমাটি ২২ ডিসেম্বর মুক্তি পাবে। ট্রেলারে মিনির চরিত্রে কাহালি সবার নজর কেড়েছে। সংলাপগুলোও দৃষ্টি আকর্ষণ করবেই করবে। ট্রেলার দেখেই মনে হচ্ছে
হৃদয়ে দাগ কেটে যাবে পুরোনো এই গল্প।
সিনেমাটি প্রযোজনা করছে এসভিএফ (Svf) এন্টারটেইনমেন্ট এবং জিও স্টুডিওস (Jio Studios)।
https://www.instagram.com/reel/C0b1dYxPYk3/?igshid=MzRlODBiNWFlZA==
‘কাবুলিওয়ালায় রহমতের জুতোয় পা দিয়ে’ আমি নিজেকে ঠাকুরের আখ্যানের কালজয়ী করিডোর অতিক্রম করতে দেখি। এটা শুধু একটি ভূমিকা নয়; এটি একটি গল্পের সাথে একটি গভীর সংযোগ যা যুগের পর যুগ মানুষের মনে বাস করবে। এই সিনেমার গল্প আমাদের মনে করিয়ে দেয় যে প্রেম হল একটি ভাষা যা হৃদয় দ্বারাই বোঝা যায়, সময় বা সীমানা নির্বিশেষে,’ বলেন মিঠুন চক্রবর্তী।
আবীর চ্যাটার্জি (Abir Chatterjee) বলেছেন, ‘কাবুলিওয়ালার অংশ হওয়া বিশাল পাওনা। নতুন প্রজন্মের কাছে বিশ্বকবির গল্প নিয়ে আসার একটি অনন্য সুযোগ এটি। ছবিটি সুন্দরভাবে প্রেমের সারাংশকে ক্যাপচার করে যা সময় এবং সাংস্কৃতিক বাধাকে নাকচ করে প্রেমকে প্রাধান্য দেয়।’
মিঠুন চক্রবর্তীর লুক হুবহু গল্প অনুযায়ী করা হয়েছে। সাদা দাড়ি, পরণে কাবুলি জামা, ঝোলা ইত্যাদি নিয়ে একেবারে পাক্কা কাবুলিওয়ালায় পরিণত হয়েছেন কিংবদন্তি এই অভিনেতা। মিনির চরিত্রেও বেশ মানিয়েছে ছোট্ট অনুমেঘাকে। কাবুলিওয়ালা মুক্তি পাওয়ার অপেক্ষায় মুখিয়ে রয়েছেন সিনেমাপ্রেমীরা।