অস্কারের জন্য ইংল্যান্ড যেতে পারে ‘দেবী চৌধুরানী’, মুক্তি ৭ ভাষায়
২০২৪ সালে মুক্তি পেতে পারে বাংলার দেবী চৌধুরানী। মূল চরিত্রে অভিনয় করেছেন শ্রাবন্তী চ্যাটার্জি (Srabanti Chatterjee)

বাংলা সিনেমার পাশে দাঁড়ানো, হলে গিয়ে সিনেমা দেখার আহ্বান জানিয়েছিলেন টলিউডের অনেকেই। এবার বাংলা সিনেমার জন্যই এক সুখবর। পরিচালক শুভ্রজিৎ মিত্র পরিচালিত ‘দেবী চৌধুরানী’র (Devi Choudhurani) সঙ্গে গাঁটছড়া বাঁধল আমেরিকা (America) এবং ইংল্যান্ডও (England)। ‘দেবী চৌধুরানী’- ছবির প্রযোজক সংস্থার তরফে এই খবর দেওয়া হয়েছে। জানা গিয়েছে, এই প্রথম কোনও বাংলা সিনেমা তৈরির ক্ষেত্রে তিন দেশ যুক্ত হয়েছে।
প্রযোজক সংস্থার তরফে আরও জানানো হয়েছে, একটি সিনেমার ব্রিটিশ অ্যাকাডেমি অফ ফিল্ম অ্যান্ড টেলিভিশন আর্টস (BAFTA) ও অ্যাকাডেমি অ্যাওয়ার্ডে (Academy Award) এন্ট্রির জন্য তিন দেশের সমন্বয় একটা বড় বিষয়। এই দুই অ্যাওয়ার্ডে কোনও ছবির সিলেকশনের জন্য শর্তাবলির মধ্যে একের বেশি দেশের সমন্বয় হওয়াটাও রয়েছে।
এবার ভারত, আমেরিকা ও ইংল্যান্ডের গাঁটছড়ায় দেবী চৌধুরানী তৈরি হওয়ায় বেশ খুশি পরিচালক শুভ্রজিৎ মিত্র (Subhajit Mitra)। তিনি বলেন, ‘বিগত কয়েক মাস ধরে এই কাজটি নিয়ে পড়েছিলাম। অবশেষে আমেরিকা ও ইংল্যান্ডের সঙ্গে গাঁটছড়া বাঁধতে পেরেছি। দেবী চৌধুরানীর গোটা টিমের প্রচেষ্টায় এই কাজ শেষ হতে পেরেছে। তিন দেশের সমন্বয়ে ছবিটি তৈরি হচ্ছে তাই BAFTA ও অ্যাকাডেমি অ্যাওয়ার্ডেও এই ছবি যেতে পারে।’
উল্লেখ্য, ২০২৪ সালে মুক্তি পেতে পারে বাংলার দেবী চৌধুরানী। মূল চরিত্রে অভিনয় করেছেন শ্রাবন্তী চ্যাটার্জি (Srabanti Chatterjee)। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন প্রসেনজিৎ চ্যাটার্জি (Prasenjit Chatterjee)। এছাড়াও বিভিন্ন চরিত্রে দেখা যাবে সব্যসাচী চক্রবর্তী (Sabyasachi Chakraborty), অর্জুন চক্রবর্তী (Arjun Chakraborty), বিবৃতি চট্টোপাধ্যায় (Bibriti Chatterjee), দর্শনা বণিক (Darshana Banik), কিঞ্জল নন্দের (Kinjal Nanda) মতো অভিনেতা-অভিনেত্রীদের। মোট ৭ ভাষায় মুক্তি পাবে সিনেমাটি। জানা গিয়েছে পোস্ট প্রডাকশনের কাজ হয়েছে এক বছরের সময় ধরে।