‘প্রধান’ এর ‘দাদাগিরি’ আসছে…

দীর্ঘসময় পর জি বাংলার পর্দায় দেখা মিলবে 'মিঠাই'এর। সেই গ্রাম্য লুকে নয়। এবার বোল্ড আন্দাজে ধরা দেবেন সৌমিতৃষা। কালো প্যান্ট স্যুট আর ব্লেজারে দাদাগিরির মঞ্চে লড়বেন সৌমিতৃষা। শ্যুটিংয়ের ছবি ফেসবুকের মাধ্যমে প্রকাশ্যে এসেছে ইতিমধ্যেই।

যে জি বাংলা থেকে নাম কুরিয়েছিলেন সৌমিতৃষা কুণ্ডু (Soumitrisha Kundu)। এবার ফের আসছেন সেই মঞ্চে। সঙ্গী দেব (Dev)। দাদাগিরিতে মূলত ‘প্রধান’এর প্রচার সারবেন তাঁরা। এপিসোডের শ্যুটিং শেষ হয়ে গিয়েছে। তবে সম্প্রচার শীঘ্রই হবে। অনুরাগীদের মধ্যে এনিয়ে উৎসাহ চরমে। সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) ‘প্রিয় মানুষ’ দেব। নিজের মুখে বহুবার একথা স্বীকার দাদা। নিজের ছবির প্রচারে দেব বারেবার ছুটে আসেন দাদাগিরির মঞ্চে। দাদাগিরির ১০ নম্বর সিজনের আগেই ‘বাঘাযতীন’-এর প্রচারে শেষ এসেছিলেন ‘খোকাবাবু’।

এদিকে দীর্ঘসময় পর জি বাংলার পর্দায় দেখা মিলবে ‘মিঠাই’এর। সেই গ্রাম্য লুকে নয়। এবার বোল্ড আন্দাজে ধরা দেবেন সৌমিতৃষা। কালো প্যান্ট স্যুট আর ব্লেজারে দাদাগিরির মঞ্চে লড়বেন সৌমিতৃষা। শ্যুটিংয়ের ছবি ফেসবুকের মাধ্যমে প্রকাশ্যে এসেছে ইতিমধ্যেই।

দেব-সৌমিতৃষার সঙ্গেই দাদাগিরি-র মঞ্চে হাজির হবেন ইন্সপেক্টর দীপক প্রধানের সহকর্মী অর্থাৎ সোহম চক্রবর্তী (Soham Chakraborty)।থাকবেন দেবের অনস্ক্রিন ঠাকুমা, অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায় (Sabitri Chatterjee) এবং মমতা শঙ্করও (Mamata Shankar)।

প্রধানের কাস্টে রয়েছেন সোহম চক্রবর্তী (Soham Chakraborty), অনির্বাণ চক্রবর্তী (Anirban Chakraborty), মমতা শঙ্কর (Mamata Shankar), সুজন মুখোপাধ্যায় (Sujan Mukherjee), বিশ্বনাথ বসু (Biswanath Basu), অম্বরীশ ভট্টাচার্য (Ambarish Bhattacharya), কোনিনীকা ব্যানার্জী (Kanineeka Banerjee) এবং সৌমিতৃষা কুন্ডু (Soumitrisha Kundu)।

প্রধান ২২ ডিসেম্বর মুক্তি পেতে চলেছে। অভিনেতা দেব আরও একবার দর্শকদের ‘ইমপ্রেস’ করতে প্রস্তুত। পরিচালক অভিজিৎ সেনের সঙ্গে ‘প্রধান’-এর জন্য জুটি বাঁধছেন। সোমবার বিকেলে ট্রেলারটি অনুরাগীদের ভালোবাসা পায়। তবে ‘মিঠাই’ চরিত্রে ছোট পর্দায় সাফল্যের জন্য পরিচিত সৌমিত্রীশা, দীপক প্রধানের স্ত্রীর ভূমিকার মাধ্যমে পা দিতে চলেছেন টলিউডের দুনিয়ায়।




Leave a Reply

Back to top button