জীবন বদলে দিতে পারে এই পতাকা, কীভাবে? পড়ুন…
'ওম মণি পদ্মে হুম' - চার শব্দের এই মহামন্ত্র এর অর্থ হল 'পদ্মের অন্তঃস্থলে থাকা রত্নের প্রশস্তি'। এই মন্ত্রকে যে ভাবে উচ্চারণ করা হয়, তা হল ---- OHM-MAH-NEE-PAHD-MAY-HUM।

বাইকের সামনে কিংবা চার চাকার সামনে একটি পতাকা দিয়ে সাজানো হয়ে থাকে। এই পতাকায় সাধারণ পতাকা একেবারেই না। এক একটি পতাকার মধ্যে থাকে আরও কয়েকটি ছোট ছোট পর্দা। এর মধ্যে লেখা ‘ওম মণি পদমে হাম’। তিব্বতীয় এই লেখার গভীর মানে রয়েছে। সাধারণ জীবনে বড় প্রভাব ফেলতে পারে এই লেখা ও পতাকা। এর মানে কি? কেমন প্রভাব ফেলতে পারে?
খোদ দলাই লামা জানিয়েছিলেন (Dalai Lama) এই মন্ত্রের গুরুত্বের কথা। বিভিন্ন পাহাড়ে বেড়াতে গেলেই বিভিন্ন তিব্বতী মনাস্ট্রিতে দেখা যায় ‘ওম মণি পদ্মে হুম’ লেখা জপমন্ত্র। আজকাল ব্যাগ, বাইক, গাড়ি, বাড়ি এমনকি অনেকে নিজের ফোনের ওয়ালপেপার ও রাখের এই পতাকাকে। এর উপকারিতা রয়েছে প্রচুর। তবে তার আগে আসুন জেনে নেই এর মানে।

ওম আমাদের ভেতরে থাকে নেগেটিভ জিনিসকে তুলে ধরে। সেগুলো ফেলে কীভাবে এগিয়ে চলা যায়, তা শেখানো হয়।
মণি অর্থাৎ গয়না। গয়না বা কোনও দামি জিনিস যেভাবে গরিব দুঃস্থদের সাহায্য করে, তেমনই আমাদের সকলকে সাহায্য করা উচিৎ। এভাবেই বড় হওয়া যায়।
পদমে অর্থাৎ পদ্ম। পদ্ম যেভাবে কাঁদার মধ্যে হয়েও নিজেকে তুলে ধরে, দাঁড়িয়ে থাকে। সেভাবে আমাদের সব পরিস্থিতিতে নিজেকে শক্ত রাখতে হবে। এই বার্তাই দেয় পদ্ম।
হম অর্থাৎ নিজেকে পজিটিভ এনার্জিতে ভরে রাখা এবং সেটা সকলকে শেখানো।
‘ওম মণি পদ্মে হুম’ – চার শব্দের এই মহামন্ত্র এর অর্থ হল ‘পদ্মের অন্তঃস্থলে থাকা রত্নের প্রশস্তি’। এই মন্ত্রকে যে ভাবে উচ্চারণ করা হয়, তা হল —- OHM-MAH-NEE-PAHD-MAY-HUM। আপনার বাড়িতে যদি এই পতাকা থাকে, আর ধীরে ধীরে রংটি ‘ফেড’ হতে থাকে তবে বুঝবেন আপনার জীবনে পজিটিভ এনার্জি আসছে, আর নেগেটিভ এনার্জি ফুরোচ্ছে।