শর্মিলা ঠাকুরের চোখে গভীরতা বুঝেই সত্যজিৎ রায় ছোট অপর্ণা হিসেবে চেয়েছিলেন তাঁকে।
১৯৬০ দশকে একের পর এক ছবি করে রুপোলি পর্দার পরিচিত মুখ হয়ে ওঠেন শর্মিলা ঠাকুর।
ছাত্রী হিসেবে বেশ ভালো ছিলেন তিনি। কলকাতার সেন্ট জনস ডায়েসেশিয়ান স্কুলে পড়াশোনা করতেন। কিন্তু হঠাৎই স্কুলের অধ্যক্ষ তাঁকে স্কুলে যেতে নিষেধ করে দেন।
তাঁর বাবার স্পষ্ট বক্তব্য, যে স্কুল এই প্রাপ্তির প্রশংসা করতে পারে না, সেই স্কুলে পড়ানোর চেয়ে রায়ের ছবির অংশ হলে তিনি বেশি খুশি হবেন।
কারণ হিসেবে জানা যায়, বিনোদন জগতে পা দেওয়ায় অন্য বাচ্চাদের উপর ‘খারাপ প্রভাব’ পড়তে পারে।
Follow us on
Back to top button