বাইরের খাবারে ভয়, বাড়িতেই ডেকে নিন ৫ ষ্টার হোটেলের রাঁধুনিকে…

বাইরেরঅর্ডার করায় খাবারের পরিচ্ছনতা নিয়ে সংশয় কাটবে শেফইট অ্যাপে। এখানে আপনার চোখের সামনে রান্না করে দেবে ফাইভ স্টার মানের শেফ। বজায় থাকবে খাবারের গুণগতমানও।

খাবারের স্বাদ দ্বিগুণ হয়ে যায় যখন সেটা বানিয়ে দেয় কোনও প্রফেশনাল শেফ। ভাবছেন এও কি সম্ভব? হ্যাঁ। আজকাল সবকিছুই সম্ভব। জোম্যাটো, সুইগির দুনিয়ায় এই অদ্ভুত জিনিস কিন্তু ফাইভ স্টারের স্বাদ এনে দেবে আপনার ডাইনিং টেবিলে। এই ধরুন উইকেন্ড। ইচ্ছে হচ্ছে একটু চাইনিজ খেতে। হাজির হয়ে যাবে সেটা। তাড়াহড়ো রয়েছে। এদিকে বাড়ি ভর্তি গেস্ট। ওয়ার্ক ফ্রম হোমের চাপে রান্না বান্নার কথা ভাবলেই জ্বর আসছে। ঠিক এই মুহূর্তেই কাজে আসবে ‘শেফইট’ (Chef It)। বাড়িতে বসেই পেয়ে যাবেন শেফের হাতের রান্নার স্বাদ।

বাইরের খাবারের মান নিয়ে চিন্তা, কিংবা অর্ডার করায় খাবারের পরিচ্ছনতা নিয়ে সংশয়, সবই কাটবে শেফইট অ্যাপে। এখানে আপনার চোখের সামনে রান্না করে দেবে ফাইভ স্টার মানের শেফ। বজায় থাকবে খাবারের গুণগতমানও।

সবচেয়ে ছোট প্যাকেজের দাম শুরু হচ্ছে ২৯৯ টাকা থেকে। শেফকার্ট অ্যাপ থেকে শেফ বুক করা যাবে মাত্র ২৯৯ টাকা থেকে। এই অ্যাপটি মিলবে গুগল প্লে স্টোর কিংবা অ্যাপেল স্টোরে। সহজেই ‘ওয়ান টাইম’ এই সার্ভিস বুক করে নিতে পারবেন যে কোনও দরকারে। সর্বোচ্চ ৮জনের জন্য খাবার তৈরি করবেন সেই শেফ। শেফকার্ট অ্যাপ থেকেই বুক করলে পেয়ে যাবেন শেফের তৈরি রান্না। নিজের পছন্দের মেনুও ঠিক করতে পারবেন আপনারা। এখনই বুক করুন আর পেয়ে যান শেফের হাতের রান্না।

এখানকার রেঞ্জ একটু অন্যধরণের। ধরুন আপনি একবারের জন্য খাবার বানাবেন সেক্ষেত্রে আপনার খরচ হবে ২৯৯ টাকা। সেখানে ট্রেইন্ড ও ভেরিফাইড শেফ থাকবেন। ৬০ মিনিটের মধ্যেই পেয়ে যাবেন এই সার্ভিস। আরেকটি রয়েছে একমাসের হিসেব। সেখানে তিরিশ দিন ধরে শেফ এসে রান্না করবেন। মাল্টি কুইজিন অপশন থাকবে সেখানে। প্রতিমাসে খরচ হবে পাঁচ হাজার টাকা করে।

এবার শেষ অপশন যেটা থাকবে সেটা হল পার্টি স্পেশাল (Party Special)। এখানে বারটেন্ডার (Bartender) ও ওয়েটাররাও (Waiter) থাকবেন। নিজের মেনু নিজে ক্রিয়েট করতে পারবেন। খরচ হবে ২০০০ টাকা প্রতি ভিসিটে। আপাতত এই অ্যাপটি দিল্লী (Delhi) ও তার আশেপাশের জায়গায় সার্ভিস চালু করেছে। স্কিল ইন্ডিয়া (Skill India) দ্বারা ভেরিফাইড রয়েছে এই অ্যাপটি।




Leave a Reply

Back to top button