কাজ নেই, এত টাকা কোত্থেকে? কটাক্ষের মুখে অভিনেত্রী
বালি ও লাক্ষাদ্বীপ থেকে প্রচুর ছবি শেয়ার করেছেন তিনি সোশ্যাল মিডিয়ায় তিনি। আর এটা যে বেশ অনেকদিনের ট্যুর, তা ছবি-ভিডিও দেখেই বোঝা যাচ্ছে। নেটিজেনদের একাংশ এবার তাঁর আয়ের উৎস নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন। এর আগে মুম্বই থেকে গোয়া এবং লাক্ষাদ্বীপের পুরো খরচ শেয়ার করেছিলেন তিনি। আর তা দেখে কপালে চোখ উঠেছে অনেকেরই।

অভিনেত্রী দেবচন্দ্রিমা সিংহ রায় শুধু ছোটপর্দার জনপ্রিয় মুখ নয়। তিনি সোশ্যাল মিডিয়ায়ও বেশ অ্যাক্টিভ। বেশ কিছু বাংলা সিরিয়ালে কাজ করলেও অভিনেত্রী জনপ্রিয়তা পান সাঁঝের বাতি ও সাহেবের চিঠি সিরিয়ালের মাধ্যমে। তবে এবার কটাক্ষের মুখে পরতে হয়েছে তাঁকে।
সাহেবের চিঠি সিরিয়ালের পর আর কোনও ধারাবাহিকেই অভিনেত্রীকে দীর্ঘদিন দেখা যায়নি। অথচ তাঁর বিলাসবহুল জীবনযাত্রা দেখে চটে আগুন নেটপাড়া। চলতি বছরে ‘হোমস্টে মাডার্স’-এর মাধ্যমে ওয়েব দুনিয়ায় পা রেখেছেন দেবচন্দ্রিমা। এখন ঘুরে বেড়াচ্ছেন লাক্ষাদ্বীপ-বালিতে। সোশ্যাল মিডিয়ায় একাধিক ছবি-ভিডিও পোস্ট হতেই ট্রোলের মুখে পড়েছেন নায়িকা।
বালি ও লাক্ষাদ্বীপ থেকে প্রচুর ছবি শেয়ার করেছেন তিনি সোশ্যাল মিডিয়ায় তিনি। আর এটা যে বেশ অনেকদিনের ট্যুর, তা ছবি-ভিডিও দেখেই বোঝা যাচ্ছে। নেটিজেনদের একাংশ এবার তাঁর আয়ের উৎস নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন। এর আগে মুম্বই থেকে গোয়া এবং লাক্ষাদ্বীপের পুরো খরচ শেয়ার করেছিলেন তিনি। আর তা দেখে কপালে চোখ উঠেছে অনেকেরই।
তিনি আগে নিজেই জানিয়েছেন এই ট্যুরের জন্য খরচ হয়েছে ৫৫ হাজার। আর ট্রিপ শেষ হতে না হতেই নায়িকা ফের বালি’তে। এও সম্ভব? নেটিজেনদের প্রশ্ন, ‘এরা এত পয়সা কোথা থেকে পায়।’ আরেকজনের কমেন্ট, ‘দিদি দুটো একটা সিরিয়াল করে এত টাকা কী করে আয় কর? আগে সেই ডিটেইলটা দাও।’ অনেকে আবার ভালো কমেন্টও করেছেন। যেমন, ‘আপনার কাছ থেকে অনেককিছু শেখা যায়। একা বাঁচার কৌশল আপনার থেকেই শেখা।’