শ্রীদেবীর ছোট মেয়ে খুশির সঙ্গে সইফ পুত্র ইব্রাহিম, স্ক্রিন শেয়ার করতে চলেছেন..

সম্প্রতি সুহানা খান, খুশি কাপুর, অগস্ত্য নন্দাদের 'আর্চিস' (Archies) রিলিজ করে। তবে এর আগে আলিয়া ভাট, বরুণ ধাওয়ান, সিদ্ধার্থ মালহোত্রা, জাহ্নবী কাপুর, গুরফতেহ পিরজাদা, লক্ষ্য লালওয়ানি, এবং ধইরিয়া কারওয়াদের লঞ্চ করেন করণ জোহর।

সেলেব সন্তানদের নিয়ে কিন্তু একটা আলাদ প্রত্যাশাই রাখা হয়। রুপোলি পর্দায় তাঁদের দেখতে চান অনেকে। সইফ আলি খানের (Saif Ali Khan) এর ছেলে ইব্রাহিম আলি খান ও শ্রীদেবীর ছোট মেয়ে খুশি কাপুর (Khushi Kapoor) একসঙ্গে অভিনয় করতে চলেছেন। একসঙ্গে এই প্রথম। তবে এটাই তাঁদের কেরিয়ারের প্রথম ছবি নয়। সারজামিন এবং দ্য আর্চিসের পর দ্বিতীয় ছবি হতে চলেছে ইব্রাহিম ও খুশির। ছবিটি বর্তমানে প্রি-প্রোডাকশন পর্যায়ে রয়েছে। ছবিতে পরিচালনার দাযিত্বে রয়েছেন শাওনা গৌতম।

সম্প্রতি সুহানা খান, খুশি কাপুর, অগস্ত্য নন্দাদের ‘আর্চিস’ (Archies) রিলিজ করে। তবে এর আগে আলিয়া ভাট, বরুণ ধাওয়ান, সিদ্ধার্থ মালহোত্রা, জাহ্নবী কাপুর, গুরফতেহ পিরজাদা, লক্ষ্য লালওয়ানি, এবং ধইরিয়া কারওয়াদের লঞ্চ করেন করণ জোহর। ইব্রাহিম আলি খানকেও বলিউডে লঞ্চ করতে চলেছেন করণ জোহর (Karan Johar)।

কাশ্মীরে পটভূমিতে তৈরি একটা থ্রিলারে কাজল, ও পৃথ্বীরাজের সঙ্গে দেখা যাবে সইফ পুত্রকে। শুধ্য তাই নয়, ইব্রাহিম ও খুশিকে নিয়ে একটা রম-কম বানাতে চলেছেন করণ। সূত্রের খবর, করণ জোহর ইব্রাহিম আলি খান ও খুশি কাপুরকে মুখ্য চরিত্রে রেখে রোমান্টিক কমেডি করতে চলেছেন। তবে থিয়েটারে রিলিজ না করার সম্ভাবনাই বেশি। ছবিটির স্ট্রিমিংয়ের জন্য একটা শীর্ষস্থানীয় ওটিটি প্ল্যার্টফর্মের সঙ্গে নির্মাতারা কথা বলছেন। ছবির নামকরণ করা হয়নি।

এই ছবি নিয়ে এখনও কিছু বলতে চাইছেন না করণ বা ছবির সঙ্গে সম্পর্কিত অন্য কেউ। এদিকে ‘রকি অউর রানী কি প্রেম কাহানি’তে (Rocky aur Rani ki prem kahani) বিহাইন্ড দা সিনসে কাজ করেছিলেন সইফ পুত্র। আলিয়া ভট (Alia Bhatt) এর সঙ্গে একটি ভিডিও বানিয়েছিলেন। সেখানে আলিয়া, করিনা কাপুরের (Kareena Kapoor) আইকনিক চরিত্র ‘পু’ এর রিক্রিয়েশন করেছিলেন। সেখানে ক্রু মেম্বারের মধ্যে ছিলেন সইফ পুত্রও। এবার দেখা যাক করণের হাত ধরে কেমন কাজ করেন তিনি।




Leave a Reply

Back to top button