Anumegha Kahali: মিঠাইয়ের মিষ্টি ফিরে আসছে ! এবার কোথায় দেখা যাবে তাকে ?

মিঠাই সিরিয়ালের ছোট্ট মিষ্টিকে নিশ্চয়ই ভোলেননি? মাত্র পাঁচ বছর বয়সেই অভিনয়ে নজর কেড়েছে অনুমেঘা কাহালি। একের পর এক সিরিয়ালে কাজ করার পাশাপাশি, মিঠুন চক্রবর্তীর সঙ্গে কাবুলিওয়ালা সিনেমাতেও দেখা গেছে তাকে। এবার আবার নিজের ঘরে ফিরছে সে! জি বাংলার পর্দায় আবার দেখা যাবে ছোট্ট অনুমেঘাকে। জানেন কোন সিরিয়ালে?

আবার জি বাংলায় অনুমেঘা কাহালি ( Anumegha Kahali ) ! এবার নতুন ভূমিকায় ছোট্ট তারকা

জি বাংলার পর্দা থেকেই শুরু হয়েছিল অনুমেঘা কাহালির ( Anumegha Kahali ) অভিনয় যাত্রা। প্রথমবার দর্শকরা তাকে দেখেছিলেন বোধিসত্ত্বের বোধবুদ্ধি  সিরিয়ালে ( Bangla Serial ), যেখানে তার অভিনয় নজর কেড়েছিল সবার। এরপর মিঠাই ( Mithai )  সিরিয়ালে মিষ্টির চরিত্রে অসাধারণ অভিনয় করে রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠে সে। শুধু এখানেই থেমে থাকেনি অনুমেঘার যাত্রা। নিম ফুলের মধু  ( Neem Phooler Madhu ) সিরিয়ালেও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিল সে। তারপর স্টার জলসার ( Star Jalsha ) হরগৌরী পাইস হোটেল ( Horogouri Pice Hotel ) সিরিয়ালেও দেখা গিয়েছিল তাকে।

এইবার ভিন্ন ভূমিকায় অনুমেঘা

তবে এবার আর কোনও সিরিয়ালে নয়, একেবারে নতুন ভূমিকায় দেখা যাবে এই ছোট্ট প্রতিভাবান তারকাকে। জি বাংলার ( Zee Bangla ) জনপ্রিয় ডান্স রিয়েলিটি শো ডান্স বাংলা ডান্স ( Dance Bangla Dance )-এর মঞ্চে সঞ্চালিকার দায়িত্ব সামলাবে অনুমেঘা!

প্রায় এক দশকেরও বেশি সময় ধরে ডান্স বাংলা ডান্স দর্শকদের মনোরঞ্জন করে আসছে। প্রতিটি সিজনেই এক বা একাধিক খুদে সঞ্চালক থাকে, যারা তাদের মিষ্টি ব্যবহারে এবং চমৎকার উপস্থাপনায় শো-তে আলাদা মাত্রা যোগ করে। এবার সেই গুরুদায়িত্ব পড়েছে অনুমেঘার কাঁধে।

 

View this post on Instagram

 

A post shared by Anumegha Kahali (@anumeghak)

আবার একসঙ্গে মিঠুন ও অনুমেঘা

এই শো-এর সবচেয়ে বড় আকর্ষণ অবশ্যই মহাগুরু মিঠুন চক্রবর্তী ( Mithun Chakraborty ), যিনি প্রতিবারের মতো এবারেও বিচারকের আসনে থাকবেন। মিঠুনের সঙ্গে অনুমেঘার ইতিমধ্যেই কাজের অভিজ্ঞতা রয়েছে। এর আগে কাবুলিওয়ালা সিনেমায় অনুমেঘা মিনি চরিত্রে অভিনয় করেছিল, যেখানে মিঠুন চক্রবর্তী ছিলেন কাবুলিওয়ালার ( Kabuliwala ) ভূমিকায়। সেই অভিজ্ঞতার পর আবারও মিঠুনের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে চলেছে অনুমেঘা, যা তার ক্যারিয়ারের জন্য একটি বড় সুযোগ হতে চলেছে।

এই নতুন ভূমিকায় অনুমেঘা কতটা সফল হয়, সেটাই এখন দেখার অপেক্ষা!




Leave a Reply

Back to top button