Suryavanshi : বক্সঅফিসে নয়া রেকর্ড মাত্র পাঁচ দিনে একশো কুড়ি কোটি টাকার ব্যবসা করল অক্ষয় কুমারের ‘সূর্যবংশী’

গত ৫ই নভেম্বর মুক্তি পেয়েছিল রোহিত শেট্টি(Rohit Shetty) পরিচালিত, অক্ষয় কুমার-ক্যাটরিনা কাইফ(Akshay Kumar-Katrina Kaif) অভিনীত ‘সূর্যবংশী'(Suryavanshi) সিনেমাটি। করোনা পরিস্থিতি খানিকটা নিয়ন্ত্রণে আসার পর সিনেমাহলে মুক্তিপ্রাপ্ত(Released) এটিই প্রথম বলিউড ছবি। দীপাবলীর(Diwali) মরসুমে মুক্তির প্রথম দিনেই ২৬ কোটি টাকার ব্যবসা করেছিল এই সিনেমাটি। এই সিনেমাটিতে অক্ষয় ও ক্যাটরিনার পাশাপাশি মুখ্য চরিত্রে দেখা যাবে অজয় দেবগন(Ajay Devgan) ও রণবীর সিংকেও(Ranveer Singh)। চলচ্চিত্র প্রেমীদের কাছে অ্যাকশন(Action) ও ড্রামাটিক(Dramatic) জঁয়্যারের(Genre) এই সিনেমা বেশ জনপ্রিয়তা লাভ করেছে।

বলিউড সিনেমার খবর,News,সেরা ১০০ টি বলিউড সিনেমা,Cinema,বলিউডের বাংলা খবর,Bangla News,অক্ষর কুমারের নতুন ছবির খবর,সিনেমার বাংলা খবর,সূর্যবংশী,Suryavanshi,সিনেমার খবর,cinema news.,bollywood news,bangla bollywood

রোহিত শেট্টি বলিউডের সেই সমস্ত পরিচালকদের মধ্যে পড়েন যাদের সিংহভাগ ছবিই ১০০ কোটির ব্যবসা ছাড়িয়ে যায়, তাই ‘সূর্যবংশী’-ও যে তার ব্যতিক্রম হবে না এটা সবারই জানা ছিল। তবে চিন্তা ছিল করোনা আবহ নিয়ে। তবে সেই সমস্ত আশঙ্কাকে পিছনে ফেলে হলমুখী দর্শকের উত্তেজনায় প্রথম পাঁচদিনেই এই ছবি ২৫০ কোটি টাকার ব্যবসা করে নয়া রেকর্ড তৈরি করল। বলিউডের ১০০ টি শীর্ষস্থানীয় আয়কারী সিনেমার তালিকায় নিজের নাম নথিভুক্ত করল এই চলচ্চিত্রটি। বলিউড ‘খিলাড়ি’ নিজেই এই সাফল্যের কথা তার সোশ্যাল অ্যাকাউন্টে অনুগামীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন।

 

মুক্তির দ্বিতীয় সপ্তাহেই এই ছবির ব্যবসা পিছনে ফেলে এল  ‘ভাগ মিলখা ভাগ’ (১০৩.৫০কোটি), ‘টু স্টেটস’ (১০৪ কোটি), ‘সন অফ সর্দার’ (১০৫.৩০ কোটি), এক ভিলেন (১০৬.৩০কোটি), এবিসিডি-টু (১০৭ কোটি), গোল্ড (১০৭.৩৭ কোটি) হাউসফুল 3 (১০৭.৭০ কোটি), সোনু কে টিটু কি সুইটি (১০৮.৭১ কোটি), গোলিয়ন কি রাসলীলা রামলীলা (১১০ কোটি), জয় হো (১১১ কোটি), অ্যায় দিল হ্যায় মুশকিল (১১২.৫০ কোটি) এবং হলিডে (১১২.৬৫ কোটি) মতন সিনেমাগুলিকেও। আশা করা যায়, আর এক বা দুদিনের মধ্যে  শাহরুখ খান অভিনীত রা-ওয়ান ছবিটিকেও ছাড়িয়ে যাবে।অতিক্রম করবে আমির অভিনীত ‘গজনি’ ছবির রেকর্ড।

আরও পড়ুন……KARTIK PUJA 2O21 – শুধুই নয় কার্তিক, একইদিনে চলতে থাকা বাংলার ‘থাকা পুজোর’ বিশেষত্ব অবাক করবে আপনাকে

ইতিমধ্যেই ‘সূর্যবংশী’ সিনেমার হাত ধরে ১০০ কোটির ক্লাবে প্রবেশ করেছেন অক্ষয় কুমার, অর্জন করেছেন আরো ১০০ পয়েন্ট,যা রাংকিংয়ের নিরিখে সালমান খানের খুবই কাছাকাছি পৌঁছে দিয়েছে তাকে। তবে এবার দেখার বিষয়, ‘খিলাড়ি’ নিজেকে কতদিন এই শীর্ষস্থানীয় তালিকায় ধরে রাখতে পারেন।




Back to top button