AADHAR UPDATE: বাড়িতে বসেই বদলে ফেলুন নিজের আধার কার্ডের ছবি, জেনে নিন সহজ পদ্ধতি
‘ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া’ (UIDAI) অনুযায়ী, আধার কার্ড গ্রাহকেরা(Adhaar Card Holders) তাদের নিকটস্থ আধার তালিকাভুক্ত কেন্দ্রে(Aadhar Enrollment Center) গিয়েই তাদের ছবি পরিবর্তন করতে পারবেন। ‘ইউনিক আইডেন্টিফিকেশন নম্বর’ গ্রাহকদের(Unique Identification Number Holders) সমস্যাগুলির মধ্যে অন্যতম হল তাদের আধার কার্ড জনিত সমস্যা(Dissatisfaction of Adhar Card)।
অনলাইনে আধার কার্ডের ছবি পরিবর্তনের পদক্ষেপগুলি হল, সর্বপ্রথম গ্রাহককে uidai.gov.in- ওয়েবসাইটে গিয়ে আধার তালিকাভুক্তি ফর্ম(Aadhar Enrollment Form) ডাউনলোড করতে হবে। আধার তালিকাভুক্তি ফর্মটি পূরণ করার পর নিকটতম আধার তালিকাভুক্তি কেন্দ্রে(Aadhar Enrollment Center) একজন আধার প্রতিনিধির কাছে এটি হস্তান্তর করতে হবে। এরপর আধার তালিকাভুক্তি কেন্দ্রে, আধার প্রতিনিধি আধার কার্ড গ্রাহকের বায়োমেট্রিক ডেটা(Biometric Data) নেবে এবং ছবি(Photograph) তুলবে। প্রতিনিধি গ্রাহকের আধার কার্ডের ছবি আপডেট(Update) করার জন্য 25 টাকা সহ জিএসটি চার্জ(GST charge) করবে।
গ্রাহক প্রতিনিধির কাছ থেকে একটি আপডেট অনুরোধ নম্বর (URN) সহ একটি স্বীকৃতি স্লিপও পাবেন। এরপর গ্রাহকের আধার কার্ডের ছবি পরিবর্তিত হয়েছে কিনা তা পরীক্ষা করতে গ্রাহক ইউআরএন(URN) ব্যবহার করতে পারেন এবং তারপর UIDAI পোর্টাল থেকে নতুন ফটোগ্রাফ সহ একটি আপগ্রেড করা আধার কার্ড ডাউনলোড করতে পারেন।
ঐ আপগ্রেড করা আধার কার্ডটি ডাউনলোড করতে গ্রাহককে যে প্রক্রিয়াকরণের মধ্যে দিয়ে যেতে হবে, সেগুলি হল তাকে https://uidai.gov.in/ ওয়েবসাইটে গিয়ে ‘আমার আধার’ বিভাগে যেতে হবে। এরপর ‘ডাউনলোড আধার’-এ ক্লিক করতে হবে এবং গ্রাহককে https://eaadhaar.uidai.gov.in/ ওয়েবসাইটেই পুনঃনির্দেশিত করা হবে। এক্ষেত্রে গ্রাহক নিজের আধার কার্ড ডাউনলোড করার জন্য তিনটি বিকল্প পাবেন। যথা – আধার নম্বর, তালিকাভুক্তি আইডি এবং ভার্চুয়াল আইডি। ‘আধার নম্বর’ বিকল্পটি নির্বাচন করতে হবে এবং নিজের ১২ সংখ্যার আধার নম্বরটি লিখতে হবে।
আরও পড়ুন- লাগবে না ATM কার্ড, এখন থেকে আধার কার্ড দিয়েই তুলতে পারবেন টাকা
‘আই ওয়ান্ট এ মাস্কড আধার?’-এ ক্লিক করার পর বিকল্প এবং একটি ‘ক্যাপচা কোড’ দিলে ‘ওটিপি পাঠান’-অপশনে ক্লিক করে গ্রাহক নিজের নিবন্ধিত মোবাইল নম্বরে একটি ওয়ান-টাইম পাসওয়ার্ড পাবেন এবং প্রয়োজনীয় স্থানে ঐ ৬ সংখ্যার OTP লিখলেই ‘একটি দ্রুত সমীক্ষা নিন’ সম্পূর্ণ করা যাবে। এরপর ই-আধার কার্ড ডাউনলোড করতে, ‘Verify and Download’ এ ক্লিক করলেই গ্রাহক নিজের আপডেট আধার কার্ডটি ডাউনলোড করতে সক্ষম হবেন।