Vicky-Katrina wedding: বয়স, অভিজ্ঞতা, প্রতিপত্তি সবেতেই ভিকির থেকে একধাপ এগিয়ে ক্যাটরিনা

চলতি সপ্তাহের বৃহস্পতিবার সাত পাকে বাঁধা পড়তে চলেছেন বলিউড অভিনেতা ভিকি কৌশল (Vicky Kaushal) ও অভিনেত্রী ক্যাটরিনা কাইফ(Katrina Kaif)। রাজস্থানের বারওয়ারা দুর্গে (Barwara Fort) হতে চলেছে ভিকি-ক্যাটের বিবাহ অনুষ্ঠান। ইতিমধ্যেই বারওয়ারা দুর্গে পৌঁছে গেছেন ভিকি-ক্যাটসহ তাদের পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ অতিথিরা।
গত বছর ধরেই বলিউড মহলে জল্পনা শুরু হয়েছিল ভিকি-ক্যাটের বিয়ে ঘিরে। অবশেষে জল্পনার অবসান ঘটিয়ে গত মাসেই তাদের বিয়ের খবর প্রকাশ্যে এসেছে। এই বিয়ে নিয়ে উত্তেজনার শেষ নেই দুই তারকার ফ্যানেদের মধ্যেও। তবে প্রেম থেকে বিয়ের পিঁড়ি পর্যন্ত সম্পূর্ণ নীরবেই এগিয়েছেন এই দুই তারকা, সমস্তটুকুই জানা গেছে নেটিজেনদের (Netizen) মারফত।
বর্তমানে সোশ্যাল মিডিয়ায়(Social Media) ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফের বিয়ের খবর সামনে আসার পর থেকেই নেটদুনিয়ার ‘হট গসিপ’ (Hot Gossip) তাঁদের বিয়ের আয়োজন (Arrangements), জীবনযাপন (Lifestyle), তাঁদের বয়সের পার্থক্য (Age difference), এমনকি তাদের সম্পত্তির পরিমাণও (Bank Balance)। ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের মধ্যে বয়সের পার্থক্য (Age gap) পাঁচ বছরের। ক্যাটরিনার বয়স ৩৮ বছর এবং ভিকির বয়স ৩৩ বছর।
তবে বলিউডে এই বয়সের পার্থক্য বা স্বামীর তুলনায় স্ত্রীয়ের অধিক সাফল্য বা সম্পত্তি নতুন কিছুই নয়। বর্তমানে সেই তালিকাই নাম জুড়েছে এই নতুন জুটির (New Couple)। শুধু বয়সে বলেই নয়, ক্যাটরিনার অভিনয় জীবনও ভিকির তুলনায় বেশী। ২০০৩ সালে ‘বুম’ (Boom) ছবির মাধ্যমে বলিউডে ডেবিউ করেছিলেন অভিনেত্রী ক্যাটরিনা, তিনি বলিউডে ১৮ বছর পূর্ণ করেছেন। অন্যদিকে, ভিকি কৌশল ২০১২ সালে বলিউডে ডেবিউ করেন।
শাহরুখ (Shah Rukh Khan), সালমান (Salman Khan), আমির (Amir Khan), অক্ষয় (Akshay Kumar) থেকে শুরু করে প্রায় সব সুপারস্টারের সঙ্গেই অভিনয় করেছেন বলিউডের ‘শিলা'(Sheela)। শুধু সফল নায়িকাই নন, ক্যাটরিনা ‘কে বিউটি’ (Kay Beauty) নামে তাঁর নিজস্ব বিউটি ব্র্যান্ডও (Beauty Brand) চালান। এক সর্বভারতীয় সংবাদ সংস্থার রিপোর্ট অনুযায়ী, ক্যাটরিনা কাইফের মোট সম্পত্তির পরিমাণ ২২০ কোটি টাকা।
অন্যদিকে, বলিউডের নয়া প্রজন্মের অন্যতম সেরা হার্টথ্রব (Heart-throb) অভিনেতা ভিকি কৌশল। খুব অল্প সময়ের মধ্যেই বলিউডের অন্যতম একজন হয়ে উঠেছেন ভিকি। এই কম সময়ের মধ্যেই জাতীয় পুরস্কার (National Award)ও পেয়েছেন এই অভিনেতা। বিখ্যাত স্টান্ট ডিরেক্টর (Stunt Director) শ্যাম কৌশলের (Shyam Kaushal) পুত্র ভিকি কৌশল বলিউডে পা রাখেন ২০১২ সালে। এরপর ২০১৫ সালের ছবি ‘মাসান’ (Maasan)এর পর জনপ্রিয়তার শীর্ষে উঠে আসেন ভিকি। এক সর্বভারতীয় সংবাদ সংস্থার রিপোর্ট অনুযায়ী ভিকি কৌশলের মোট সম্পত্তির পরিমাণ মাত্র ২৪ কোটি টাকা।