Spider-Man No Way Home- ৫ দিনেই ১২০ কোটি, নতুন রেকর্ড গড়ল স্পাইডারম্যানের নতুন ছবি

অহেলিকা দও, কলকাতা: প্রথমদিনই ভেঙে দিয়েছে সূর্যবংশীর (Sooryavanshi) রেকর্ড। হলিউডের এই সিনেমা যে বলিউডের মাটিতে খেলা দেখাচ্ছে তা আর নতুন কি? স্পাইডারম্যান (spider man) সিরিজের (series) তৃতীয় ছবি ‘স্পাইডারম্যান নো ওয়ে হোম (Spiderman No Way Home)’ ইতিমধ্যে বক্স অফিসে অত্যন্ত জনপ্রিয়(famous) হয়ে উঠেছে। এই বছরে ভারতে মুক্তি পাওয়া তৃতীয় মার্ভেল (marvel) সুপারহিরো মুভি (movie)। আট থেকে আশি সকলের পছন্দ স্পাইডারম্যানের গল্প। তাই সিনেমা বেরোতে না বেরতেই বক্স অফিসে জমে উঠেছে দর্শকের ভিড়। এক সপ্তাহেই নাকি পার হবে ১০০ কোটি। মার্ভেল ষ্টুডিও (marvel Studio) এবং সোনি পিকচার্স (sony pictures) প্রযোজিত এই ছবিতে মূখ্য ভূমিকায় রয়েছেন টম হল্যান্ডের (Tom Holland)। এতে জেন্ডায়া(Zendaya), বেনেডিক্ট কাম্বারব্যাচ(Benedict Cumberbatch), উইলেম ডাফো(Willem Dafoe), আলফ্রেড মোলিনা(Alfred Molina) এবং জেমি ফক্সও(Jamie Foxx) রয়েছেন।
স্পাইডারম্যানের নো ওয়ে হোম ভারতে প্রথমদিনেই আয় করেছে ৩২.৬৭ কোটি টাকা। টম হল্যান্ড-অভিনীত এই ছবি শুধুমাত্র অক্ষয় কুমারের সূর্যবংশীর ২৬.২৯ কোটির রেকর্ড ভাঙ্গেনি বরং ২০১৯ সালের অ্যাভেঞ্জারসের এন্ডগেমর রেকর্ডও ভেঙ্গে দিয়েছে। বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শ টুইট করেছিলেন, “ একে বৃহস্পতিবার, মানে কাজের দিনে মুক্তি, মহারাষ্ট্রের মহামারী তবুও স্পাইডারম্যানের নো ওয়ে হোম সারা ভারতজুড়ে একটি দুর্দান্ত সূচনা করেছে। এই সিনেমাটি বক্স অফিস বৃহস্পতিবার ৩২.৬৭ কোটি টাকা সংগ্রহ করেছে এরপর শুক্রবারেও মিলিয়ে মোট ৪১.৫০ কোটি টাকার বেশি সংগ্রহ করেছে”।
ইন্ডিয়ার বক্স অফিস বলছে, “স্পাইডারম্যানের নো ওয়ে হোম মাল্টিপ্লেক্সে দূর্দান্ত পারফর্ম করেছে। সমস্ত ভারত, ভাকিল সাব (তেলেগু) এবং মাস্টার (তামিল) এর পরে এটি তৃতীয় সেরা ওপেনিং দক্ষিণের ছবি। স্পাইডার-ম্যানের নো ওয়ে হোম ছবিটির প্রথম দিনের পরে বিশাল পার্থক্য থাকবে”। তবে প্রতিবেদনে বলা হয়েছে যে, ছবিটি এখনও পর্যন্ত প্রত্যাশার অনেকটাই কম পারফর্ম করেছে। এই চলচ্চিত্রটির ৪২ থেকে ৪৩ কোটি অর্থ সংগ্রহ করা উচিত ছিল। যেখানে সাং-ছিঁ (Shang-chi) ৩.২৫ কোটি টাকা আয় করেছিল, সেখানে এই ছবির থেকে আশা বেশিই ছিল মার্ভেল কর্তাদের। এছাড়াও হিন্দুস্তান টাইমসের পর্যালোচনায় আগেই লেখা হয়েছিল, “নো ওয়ে হোমের বহুলাংশে সন্তোষজনক এবং সংক্ষিপ্ত আনন্দদায়ক গল্প দেখানোর থেকে আগের স্পাইডি মুভিগুলির অভিনেতা এবং চরিত্রদের ফিরিয়ে আনার দিকেই জোড় দিয়েছে”।
এছাড়াও অনেকেরই ধারণা ছিল প্রথম সপ্তাহের মধ্যেই ১০০ কোটির বক্স অফিস কালেকশন করতে সফল হবে স্পাইডারম্যানের এই ছবিটি। আর হলও তাই রিলিজ হবার ৫ দিনের মধ্যেই ১২০ কোটি টাকা তুলতে সফল হয়েছে ছবিটি। তবে এখানেই শেষ নয়, ১সপ্তাহ হতে চললেও ছবিটির জনপ্রিয়তা কোনোরকমের ভাটা পড়েনি। হয়তো ২০০ কোটিও ছুঁয়ে ফেলতে পারে ছবির টোটাল কালেকশন।