জানেন কি ট্রাকের পিছনে কেন লেখা থাকে ‘Horn OK Please’? জেনে নিন আসল কারণ

ট্রাকের পিছনে ‘হর্ন ওকে প্লিজ’ লেখা থাকে কেন, এর নেপথ্যকাহিনি শুনলে অবাক হবেন আপনিও !

রাস্তায় চলাচল করার সময় অনেকেই ট্রাক বা ম্যাটাডোরের পিছনে লেখা কবিতা ও স্লোগান পড়েছেন। সারা বিশ্বে, শুধুমাত্র ভারতেই ট্রাকের পিছনে এই ধরণের স্লোগান বা কবিতা লেখা দেখতে পাবেন। তবে ট্রাকে বিভিন্ন ধরণের স্লোগান ও কবিতা লেখা থাকলেও, অধিকাংশ ট্রাকে একটি স্লোগান খুবই সচারচর দেখা যায়। তা হল ‘Horn Ok Please’।ভারতের প্রায় বেশির ভাগ রাজ্যের ট্রাকের পিছনেই দেখা যায় এই ‘Horn Ok Please’। তবে, এই লেখাটি পড়লেও, কেন ট্রাকের পিছনেই এই স্লোগানটি লেখা হয় তা নিয়ে ধারণাই নেই অধিকাংশ মানুষের। চলুন জেনে নেওয়া যাক, কেন ট্রাকের পিছনে এই স্লোগানটি লেখা থাকে?

TRUCK,UNKNOWING FACT,INTERESTING

প্রসঙ্গত, ‘হর্ন ওকে প্লিজ’ এর অর্থ হল ওভারটেক করার আগে হর্ন বাজিয়ে সতর্ক করা। অর্থাৎ ট্রাক চালকরা পিছনের গাড়িকে ওভারটেক করার জন্য তাদের হর্ন বাজাতে বলে। আগে ট্রাকে সাইডের মিরর ছিল না, যে কারণে চালকদের এই কথাটি লিখতে হত, যাতে তারা পিছন থেকে আসা গাড়িকে সাইড দিতে পারে। তবে শুধু তাই নয়। এই মাঝ খানের ‘ওকে’ শব্দটির কিন্তু আবার অন্য মানে রয়েছে!‘ওকে’ লেখার বেশ কিছু কারণ রয়েছে। এই গল্পটি জানার জন্য আপনাকে পিছিয়ে যেতে হবে প্রায় 80 বছর। সেটি দ্বিতীয় বিশ্ব যুদ্ধের সময়। এখনকার মতো তখনও ট্রাকে করে সৈন্য ও অস্ত্র এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হত। তবে সেসময় ডিজেলের ঘাটতির কারণে অনেক সময়ই ডিজেলের মধ্যে কেরোসিন মিশিয়ে ট্রাকে ধালা হত। কেরোসিনে খুবই দ্রুত আগুন ধরে যায়। তাই, এই ধরণের ট্রাক থেকে যাতে পিছনের গাড়িগুলি নিরাপদ দূরত্ব বজায় রাখে সেই কারণেই বিশ্বযুদ্ধের সময়কার ট্রাকগুলিতে এই OK (On Kerosene) লেখা থাকত। এই ‘On Kerosene’ শব্দটিই এখনও বেশির ভাগ ট্রাকেই দেখতে পাওয়া যায়।

তবে আজকাল এই ‘ওকে’-র তেমন প্রয়োজন নেই! কিন্তু আগে বেশিরভাগ রাস্তা এখনকার মত চওড়া ছিল না, যে কারণে ওভারটেক করার সময় দুর্ঘটনা ঘটার বেশ ঝুঁকি ছিল। বড় বড় ট্রাকগুলি তাদের পিছনের যানবাহনকে দেখতে পেত না বলে ‘ওকে’ শব্দের উপরে একটি বাল্ব ছিল যা ট্রাকচালক পিছনের গাড়িকে এগিয়ে যাওয়ার জন্য সংকেত দিতে জ্বালিয়ে দিতেন। এর ফলে দুর্ঘটনা এড়িয়ে যাওয়া সম্ভব হত!




Leave a Reply

Back to top button