Kunal Mitra: ‛রাজা-গজা’য় অভিনয়, টলিপাড়া দক্ষ অভিনেতা, শেষ জীবনের কাহিনী শুনলে চোখে জল আসবে আপনারও

জয়ীতা সাহা, কলকাতা: বাংলা টেলিভিশন জগতে খুব অল্প দিনেই অভিনয়ের প্রতিভা দিয়ে মন কেড়েছেন অনেক অভিনেতাই। ঠিক তেমনই অনেক অভিনেতাই হারিয়ে গিয়েছেন চির নিদ্রার দেশে। এমনই একজন অভিনেতা হলেন কুণাল মিত্র। একসময় টেলিভিশন জগতে দর্শকদের প্রিয় অভিনেতা ছিলেন কুণাল মিত্র ওরফে বাসব মিত্র। ইন্দ্রপুরী শ্যুটিং সেটে ২০০৯ সালে ধারাবাহিক ‘উৎসবের রাত্রি’ শ্যুটিংয়ের সময় আচমকাই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর।
একসময়ের জনপ্রিয় টেলিভিশন ধারাবাহিক ‘এবার জমবে মজা’-তে অভিনয়ের মাধ্যমে বাংলা ইন্ডাস্ট্রিতে আত্মপ্রকাশ ঘটে অভিনেতা কুণাল মিত্রের। টেলিভিশনের পর্দায় অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ‘রাজা-গজা’ সহ বিভিন্ন ধারাবাহিক চলচ্চিত্র উপহার দিয়েছেন দর্শকদের। জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের বিপরীতে আলো ছবিতে অভিনয় করেছেন কুণাল মিত্র। বলতে গেলে বাংলা ইন্ডাস্ট্রিতে তাঁর সুদর্শন চেহারা, সুন্দর অভিনয়ের জন্য বেশ জনপ্রিয় হয়ে উঠেছিলেন কুণাল। ছ-এ ছুটি অভিনেতার মৃত্যুর আগে মুক্তিপ্রাপ্ত শেষ ছবি। এছাড়াও ১৯৯৮-এ জাহাঙ্গীরের স্বর্ণমুদ্রা, ২০০৩-এ আলো, ২০০৭-এ কৃষ্ণকান্তের উইল, ২০০৮-এ রাঙামাটি সহ বেশ কিছু চলচ্চিত্রে অভিনয় করেছেন অভিনেতা কুণাল মিত্র।ইন্ডাস্ট্রিতে কত অভিনেতার মৃত্যু ঘটে। অকালেই হারিয়ে যায় কত প্রতিভা। “১৩ বছর কেটে গিয়েছে। মনে রাখেনি কুণালকে ইন্ডাস্ট্রি। কাল আমি মারা গেলে ২ দিন পর আমাকেও ইন্ডাস্ট্রি মনে রাখবে না।”, বক্তব্যটি অভিনেত্রী শ্রীলেখা মিত্রের। একসময় টেলিভিশন জগতে এই শ্রীলেখা মিত্র এবং কুনাল মিত্রের অভিনয় বেশ মন কেড়েছিল দর্শকদের। দর্শকদের এতটাই ভালো লাগত তাঁদের জুটি যে গুঞ্জন ছড়িয়েছিল তাঁরা দুজনে গোপনে বিয়ে করেছেন। তবে একথা সত্য নয়। কুণাল মিত্র বিয়ে করেন রুমা মিত্রকে। বর্তমানে তাঁদের দু’টি সন্তানও রয়েছে। জনপ্রিয় এই অভিনেতার একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায় । ওপরে ক্যাপশনে পুরানো স্মৃতিচারণ এবং তাঁর এই অকাল মৃত্যু নিয়ে দুঃখ প্রকাশের বার্তা লিখেছেন ভাস্বর।