Rani Mukherjee: নতুন অবতারে আত্মপ্রকাশ রানির, ৪৫ তম জন্মদিনে অনুরাগীদের জন্য আনছেন নতুন কিছু

প্রত্যুষা সরকার, কলকাতা: বলিউডের জনপ্রিয় একজন অভিনেত্রী রানি মুখার্জি ( Rani Mukherjee )। নব্বই ও বিশ শতকের জজনপ্রিয় একজন অভিনেত্রী তিনি। বলিউডকে উপহার দিয়েছেন একের পর এক সুপারহিট ছবি। তবে শুধু নব্বই ও বিশ শতকেই নয় বর্তমান সময়ে এসেও ‘মর্দানি’ ছবির মতো সুপারহিট ছবি তাঁর ভক্তদের উপহার দিয়ে চলেছেন অভিনেত্রী। তবে এবার তাঁর জন্মদিনে রানি মুখার্জি আত্মপ্রকাশ করবেন একেবারে নতুনরূপে। কি বললেন অভিনেত্রী।

২১ মার্চ ১৯৭৮ সালে জন্মগ্রহণ করেছিলেন অভিনেত্রী। সম্প্রতি রানি নিজেই জানালেন ২০২৩ সালের ২১ মার্চ তাঁর জন্মদিনে নতুন অবতারের ধরা দিতে চলেছেন। কি সেই অবতার সে কথা নিজেই তাঁর ভক্তদের জানিয়েছেন অভিনেত্রী ( Rani Mukherjee )। অভিনেত্রী থেকে এবার রবার একেবারে অন্যরূপে তিনি হতে চলেছেন লেখিকা। লিখেছেন নিজের আত্মজীবনী।

img 20221001 120749

 

এই বিষয়ে অভিনেত্রী ( Rani Mukherjee ) জানিয়েছেন, “ভারতীয় সিনেমা ইন্ডাস্ট্রিতে আমি যে ২৫ বছর এত ভালবাসার সঙ্গে কাটিয়েছি, আমি আমার জীবন এবং সিনেমায় আমার যাত্রা সম্পর্কে কখনও আমার মনের কথা বলিনি। সিনেমায় নারী হিসাবে আমাদের প্রতিনিয়ত বিচার করা হয়। তাই এই বইটি আমার ব্যক্তিগত পরীক্ষা, কষ্ট এবং এটি আমার উপর যে প্রভাব ফেলেছিল তা বর্ণনা করবে, কারণ আমি শিল্পী এবং আমি আমার ক্যারিয়ারে আনেক নেভিগেট কিছু ফেস করেছি।”

img 20221001 120833

তিনি ( Rani Mukherjee ) আরও বলেন, “এই স্মৃতিকথাটি ছিল আমার শৈশব থেকে আমি যা ছিলাম তা মনে করিয়ে দেওয়ার উপায়। আমার এই আত্মজীবনীটি আমার ভক্তদের জন্য এবং প্রতিটি একক ব্যক্তির জন্য যাঁরা আমাকে সীমাহীন ভালবাসা দিয়েছেন তাঁদের জন্য। এই বইটি পরের বছর আমার জন্মদিনে প্রকাশিত হওয়ার পর আমি তাঁদের প্রতিক্রিয়ার জন্য অপেক্ষা করছি যখন, আমার ওই দিনটিকে আরও বিশেষ করে তুলবে!”

img 20221001 121015

স্মৃতিকথাটি রানির যাত্রার একটি ব্যক্তিগত, নিরস্ত্রীকরণমূলকভাবে সৎ বিবরণ। এটি পড়ে পাঠকরা একটি বলিউড তারকার জীবন সম্পর্কে নজর দেবে যা আগে কখনও হয়নি। হার্পারকলিন্স ইন্ডিয়া থেকে ঘোষণা করেছে ২১ মার্চ, ২০২৩ সালে প্রকাশিত হবে অভিনেত্রী রানি মুখোপাধ্যায়ের ( Rani Mukherjee ) আত্মজীবনী। প্রকাশনার তরফ থেকে সিনিয়র কমিশনিং এডিটর বুশরা আহমেদ বলেছেন, “আমাদের অনেকের জন্য যাঁরা ২০০০-এর দশকে বড় হয়েছি, রানি মুখোপাধ্যায় ছিলেন এমন একজন অভিনেত্রী, যাঁর মধ্যে সৌন্দর্য, সতেজতা এবং একজন বাধ্যতামূলক অভিনয়শিল্পী- সবই একসঙ্গে বিরাজমান ছিল।”




Back to top button