Shreema-Kanishk: বাংলায় নেই কি প্রাণ? অবাঙালি ক্রিকেটারের প্রেমে ডুব দিয়েছেন ‛গাঁটছড়া’র শ্রীমা

জয়ীতা সাহা, কলকাতা: বলিউড হোক বা টলিউড এর সঙ্গে ক্রিকেট দুনিয়ার প্রেম নতুন কিছু নয়। তবে নতুন হল কে কার সঙ্গে বাঁধছেন গাঁটছড়া। এর আগেও ক্রিকেটার শুভমান গিল-র সঙ্গে সারা আলি খানের প্রেমের গুঞ্জন শোনা যায়। তবে এবার বলিউড নয় এই গুঞ্জন উঠেছে টলিপাড়ায়। গৌরব রায় চৌধুরীর সঙ্গে প্রেমের সম্পর্কে বিচ্ছেদ হয়েছে অনেক আগেই। তবে কি এবার নতুন সম্পর্কে অভিনেত্রী শ্রীমা? জন্মদিন উপলক্ষে পোস্ট করা ছবি নিয়েই কার্যত নতুন সম্পর্ক নিয়ে গুঞ্জন শুরু হয়েছে।

বাগবাজার মহিলা কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগে পড়াশোনা শেষ করেন। জি বাংলায় রচনা ব্যানার্জী সঞ্চালিত ‘দিদি নাম্বার ১’-এ বিজেতা হওয়া এবং মডেলিং দিয়ে অভিনয় জগতে আত্মপ্রকাশ ঘটে অভিনেত্রী শ্রীমার। ‘নাগলীলা’, ‘জামাই রাজা’ সহ বেশ কয়েকটি বাংলা ধারাবাহিকে দেখা মিলেছে তাঁর। ‘জামাই রাজা’ ধারাবাহিকে নীলাশার চরিত্রে অভিনয় করে বেশ মন কেড়েছিলেন দর্শকদের। img 20220923 165650বর্তমানে জনপ্রিয় অভিনেত্রী শ্রীমা স্টার জলসার অন্যতম ধারাবাহিক ‘গাঁটছড়া’ ধারাবাহিকে অভিনয় করছেন। ধারাবাহিকটিতে অভিনেত্রী ভট্টাচার্য্য বাড়ির বড় মেয়ে দ্যুতি এবং সিংহ রায় বাড়ির বৌ-এর চরিত্রে অভিনয় করছেন। দ্যুতির চরিত্রে অভিনয় দিয়ে বেশ মন কাড়ছেন দর্শকদের। সোলাঙ্কি রায়, অনিন্দ্য চ্যাটার্জী, গৌরব চট্টোপাধ্যায়ের সঙ্গে কাজ করছেন অভিনেত্রী। বর্তমানে সোশ্যাল মিডিয়ায় তাঁর জন্মদিনের ছবিতে এক অবাঙালি ক্রিকেটারের সঙ্গে দেখা গিয়েছে তাঁকে। img 20220923 165617ছবিটি দেখা মাত্রই এ নিয়ে কার্যত গুঞ্জন শুরু হয়েছে নেটিজেনদের মধ্যে। ছবিতে চেন্নাই সুপার কিংস-এর খেলোয়াড় কণিষ্ক শেঠ-এর সঙ্গে দেখা গিয়েছে তাঁকে। তবে কি এই ক্রিকেটারের সঙ্গেই প্রেমের সম্পর্কে জড়িয়েছেন অভিনেত্রী শ্রীমা? এসব প্রশ্নই উঠে এসেছে অনুগামীদের মধ্যে। বাংলা ধারাবাহিকের পাশাপাশি একটি চলচ্চিত্রও এবং ওয়েব সিরিজেও দেখা মিলেছে অভিনেত্রী শ্রীমার। ‘মিত্তির বাড়ির মারাদোনা’ চলচ্চিত্রে দেখা গিয়েছে অভিনেত্রীকে।




Back to top button