Sonalee Chaudhuri: শত ব্যস্ততার মধ্যেও ছেলেই সব! পুজোতে কাজ ফেলে একরত্তিকে নিয়েই সময় কাটালেন সোনালী চৌধুরী

পুজোর আনন্দে মেতে রয়েছে গোটা টলিপাড়া। সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই দেখা যাচ্ছে বাংলা বিনোদন জগতের সকল তারকা নিজের পরিবার পরিজনদের নিয়ে ব্যস্ত রয়েছে পুজোতে। যশ-নুসরত, রাজ-শুভশ্রী থেকে শুরু করে টলিউডের বড় বড় সব অভিনেতা অভিনেত্রীরা নিজেদের ভালোবাসার মানুষ, সন্তান, বন্ধু-বান্ধবদের নিয়ে মণ্ডপে মণ্ডপে ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছেন। এই সকল তারকাদের মধ্যে বাদ পড়েননি অভিনেত্রী সোনালী চৌধুরীও ( Sonalee Chaudhuri ) ।

অভিনেত্রী সোনালী চৌধুরী কে চেনে না, এমন মানুষ খুবই কম চোখে পড়ে। বহু সময় ধরে বাংলা বিনোদন জগতে দুর্দান্ত অভিনয় করে দর্শকদের মনে বিশেষ ভাবে জায়গা করে নিয়েছেন এই অভিনেত্রী। সম্প্রতি জি বাংলার একটি জনপ্রিয় ধারাবাহিক ‘বোধিসত্ত্বর বোধ বুদ্ধি’ ধারাবাহিকে বোধির মায়ের ভূমিকায় অভিনয় করছেন তিনি। দর্শকদের কাছে অল্প সময়ের মধ্যেই তাঁর চরিত্রটি খুব প্রিয় হয়ে উঠেছে। তাই অনেকেই জানতে চায় যে কিভাবে পুজো কাটাতে চলেছেন অভিনেত্রী? এদিন একটি সংবাদ মাধ্যমের সাক্ষাৎকারে নিজেই সে কথা ভাগ করে নিয়েছেন সোনালী চৌধুরী।

img 20221005 143901

আপনাদের মধ্যে অনেকেই জানেন যে অভিনেত্রীর ঘরে রয়েছে তাঁর পুত্র সন্তান। যদিও তাঁর সন্তান একেবারেই ছোট। এবছর সেই খুদের বয়স হয়েছে এক বছর চার মাস। পুজোতে নিজের সন্তানের সঙ্গেই সময় কাটাবেন বলে স্থির করেছেন সোনালী চৌধুরী। যেহেতু তিনি গতবছর করোনা আবহে সন্তানের সঙ্গে মন্ডপে ঘুরতে পারেননি, তাই এবছর নিজের ছেলেকে সময় দেবেন অভিনেত্রী। এ প্রসঙ্গে তিনি বলেছেন, “গত বছর কোভিডের দ্বিতীয় ঢেউয়ে ছেলেকে নিয়ে ঠাকুর দেখা ঠিক বলে মনে করিনি, কারণ তখন ছোটদের সংক্রমণের সম্ভাবনা বেশি ছিল।”

প্রসঙ্গত, অভিনেত্রীর বাবার বাড়িতে প্রতিবছরই সাবেকি ধাঁচে দুর্গা মায়ের আরাধনা হয়ে থাকে। এবং সেই পুজোয় সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন সোনালী চৌধুরী। তাঁর কথায়,“আমি চাই আমার ছেলেও পূজোর ছোটখাটো বিষয়গুলি দেখে বড় হোক।” ছেলেকে কলকাতার পুজোর আলোও দেখাতে চান, এমনটাই ইচ্ছা অভিনেত্রী। এছাড়াও এদিন অভিনেত্রীর মুখ থেকেই শোনা গিয়েছিল যে, পুজোতে ছেলেকে নিয়ে বের হবেন বলে অনেক জামাকাপড় কিনে দিয়েছেন সোনালী। বিশেষ করে ছেলেকে স্কিন ফ্রেন্ডলি কাপড় দিয়ে ধুতি পাঞ্জাবিও বানিয়ে দিয়েছেন তিনি।




Back to top button