Mithai: মনোহরায় নতুন ঝড়! ওমির মৃত্যুর পর ফিরে এল আদিত্য আগরওয়াল, চিন্তায় ঘুম উড়েছে সিড-মিঠাইয়ের

জয়ীতা সাহা, কলকাতা: বর্তমানে সবচেয়ে জনপ্রিয় ধারাবাহিক হল মিঠাই। মনোহরার সকল সদস্যদের হাসি,দু্ঃখ এবং মিঠাই আর তাঁর উচ্ছেবাবুর খুঁনশুটি,প্রেমে মজেছেন দর্শকমহল। টিআরপি লিস্টে অন্য ধারাবাহিক গুলি কিছুতেই টেক্কা দিতে পারছেনা মিঠাইকে। কিন্তু বর্তমানে এই মিঠাই পরিবারে নেমে এসেছে একের পর এক বিপদ। যদিও পরিত্রাণও পেয়েছে তাঁরা এই বিপদ গুলি থেকে। মিঠাই পরিবিরের সঙ্গে আগরওয়াল পরিবারের চিরকালীন শত্রুতা।
মূলত মিষ্টির ব্যবসা নিয়েই এই বিবাদ। এর আগেও আগরওয়াল পরিবারের আদিত্য আগরওয়াল মোদক পরিবারের বারংবার ক্ষতি করার চেষ্টা করেছেন। মিঠাই বিয়ে হয়ে মনোহরায় আসার পর থেকে আরও বেশি উন্নতি লাভ করেছে এই মিষ্টির ব্যবসা। তাঁর হাত ধরেই মিঠাই পরিবার টেক্কা দিয়েছে আগরওয়ালদের। আর এর জেরেই আগরওয়ালরা আরও উদগ্ৰীব হয়ে উঠেছে মোদক পরিবারের ক্ষতি করতে। বছর খানেক আগে প্রথম দিকে আদিত্য আগরওয়ালকে নানা ভাবে মোদক পরিবারের ক্ষতি করতে দেখা যায়।আদিত্য আগরওয়াল মিঠাইয়ের উচ্ছেবাবু ওরফে সিদ্ধার্থকে ব্যবসায় হারানোর জন্য তাঁর ছোট বোন নিপাকে ফাঁদে ফেলতেও পিছপা হয়নি। বছর খানেক আগে এই কারনেই আদিত্যকে পুলিশের হাতে তুলে দেয় মোদক পরিবার। আর এর প্রতিশোধ নিতেই মনোহরায় হাজির হয় আদিত্যর ভাই ওমি আগরওয়াল। কিন্তু শেষ রক্ষা হল না। অকালেই তারাদের দেশে চলে যেতে হল ওমি-কে। ওমি-র মৃত্যুর জন্য সিদ্ধার্থকে অভিযুক্ত করলেও সম্প্রতি সমস্ত প্রমাণ জোগাড় করে তাঁকে জামিনে ছাড়িয়ে নিয়ে এসেছে মিঠাই। তারপর বাড়িতে জন্মাষ্টমীর উৎসবও পালন করেছেন তাঁরা। কিন্তু এরই মধ্যে মনোহরায় বাঁধতে চলেছে আরেক বিপদের আশঙ্কা।
সূত্রের খবর, ভাই ওমি আগরওয়ালের মৃত্যুর প্রতিশোধ নিতে একবছর পরে আবারও মনোহরায় ফিরছেন আদিত্য আগরওয়াল ওরফে অভিনেতা নীল চট্টোপাধ্যায়। তিনি তাঁর ফেসবুকে একটি ছবি পোস্ট করে লিখেছেন, “আদিত্য আগরওয়াল ইজ ব্যাক”। আদিত্য যে মনোহরায় ফিরছেন তা স্পষ্ট, তবে কোন রূপে ফিরছেন তিনি তা কিছু জানা যায়নি। কোন ঝড় উঠতে চলেছে মনোহরায়? আদিত্য-র হাত থেকে এবার কীভাবে বাঁচবে মোদক পরিবার? সিদ্ধার্থকে নির্দোষ প্রমাণ করতে পারবে তো মিঠাই? এমনই সব প্রশ্নের উত্তর পেতে চোখ রাখতে হবে টিভির পর্দায়।
View this post on Instagram