Aindrila Sharma: ‛পুজো মানে চোখে চোখে ভালোবাসা’, উৎসবের আমেজে প্রেমের আবহাওয়া নিয়ে মুখ খুললেন ঐন্দ্রিলা

জয়ীতা সাহা, কলকাতা: মা দুর্গার আগমনের সঙ্গে মুছে যায় সব অন্ধকার, ঘুচে যায় সব পাপ। বছরে এক বার মা দুর্গার আগমনের সঙ্গে সবাই মেতে ওঠেন আনন্দে। তবে বছরের প্রতিটি দিন প্রতিটি ঘরে বিরাজ করেন মা দুর্গা নারী রূপে। প্রতিটি মুহূর্তে তাঁরা লড়ে চলেছেন, কখনও বা বাইরের পরিস্থিতির সঙ্গে কখনও বা নিজের সঙ্গে। এমনই এক উজ্জল উদাহরণ হলেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। দু’বার মারণ রোগ ক্যান্সারে আক্রান্ত হয়েও ফিরে এসেছেন ঐন্দ্রিলা। শুধু যে ফিরে এসেছেন তাই নয় পুরোদমে কাজ করে চলেছেন। আবারও তিনি ফিরেছেন লাইট,ক্যামেরা অ্যাকশনের দুনিয়ায়।

সম্প্রতি একটি সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে ঐন্দ্রিলা জানিয়েছেন, ছোটবেলায় শাড়ি পরে মন্ডপে যাওয়া চোখে চোখে ভালোলাগার অনুভূতি সবটাই এখন অতীত। এখন কাজের ছুটি পেলে তবে দুর্গা পুজায় ঘুরতে বেরোনো। তিনি আরও জানান মা-বাবা থাকেন মুর্শিদাবাদে দিদি পুজোতে কলকাতা আসেন মা-বাবাও আসেন সবাই মিলে পুজোতে বেড়িয়ে পড়ি। প্যান্ডেল হপিং-র পাশাপাশি থাকে রাস্তার ধারে দাঁড়িয়ে ফুচকা খাওয়া। সঙ্গে প্রচুর সাজগোজ। ক্যান্সারের মতো মারণ রোগে আক্রান্ত হয়েও ঐন্দ্রিলার এই অদম্য মনের জোর অনেক মানুষেরই মনের জোর হয়ে উঠেছে। সোশ্যাল মিডিয়ায় ঐন্দ্রিলা বেশ অ্যাক্টিভ, নেটিজেনদের কমেন্ট দেখলেই বোঝা যায় তাঁরা কতটা মনের জোর পেয়েছেন ঐন্দ্রিলাকে দেখে।img 20220929 134409বাংলা ধারাবাহিক ঝুমুর, জিয়নকাঠিতে মূখ্য চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী। শুধু অভিনেত্রী হিসেবে নয় একজন নৃত্য শিল্পী হিসেবেও তাঁকে ভালোবাসেন বহু মানুষ। মা দুর্গা ঐন্দ্রিলার কাছে ঠিক কী? এ বিষয়ে প্রশ্ন করতেই ঐন্দ্রিলা বলে ওঠেন,” আমার কাছে মা দুর্গা হলেন আমার মা, আমার অসুস্থতার সময়ে না কেঁদে আমাকে সাহস জুগিয়েছেন এমনটা মনের জোর না থাকলে হয় না।”

 

 

 

 




Back to top button