Ankita Bhattacharyya:খ্যাতির জোয়ারে ভেসেও রয়েছে মাটির সঙ্গে পা, মা-বাবা’কে নিয়ে পুজোর আমেজে বিদেশ ভ্রমণে অঙ্কিতা

জয়ীতা সাহা, কলকাতা: টিভিতে আমরা নিত্যনতুন সোপ অপেরা এবং রিয়্যালিটি শো দেখতে পাই। তাঁর কোনোটা হয় খুব জনপ্রিয় আবার কোনটা জনপ্রিয়তার আড়ালে থেকে যায়। জি বাংলায় এমনই একটি রিয়্যালিটি শো হল সারেগামাপা। এই শো থেকেই বহু শিল্পী গড়ে তুলেছেন তাঁদের গানের ভবিষ্যত। বর্তমানে টলিউড তো বটেই বলিউড এবং বিদেশেও পাড়ি দিয়েছেন তাঁরা। শো’টিতে বহু বছর সঞ্চালকের দায়িত্ব পালন করছেন অভিনেতা যীশু সেনগুপ্ত। বর্তমানে শো’টির সঞ্চালকের দায়িত্বে রয়েছেন অভিনেতা আবির চ্যাটার্জি। এই শো’টির বিচারক মন্ডলীতে দেখা গিয়েছে বিশিষ্ট গায়কদের। ২০১৮-২০১৯ সালের এর সিজন এ চ্যাম্পিয়ন হন গোবরডাঙার মেয়ে অঙ্কিতা ভট্টাচার্য্য।

প্রথম থেকেই বড্ড সাধারণ তিনি। সাধারণ সাজ হলেও বিভিন্ন ধরনের গানে তাঁর কন্ঠ শুনে মন মেতেছিল দর্শক সহ বিচারকদের। সত্যিই অসাধারণ প্রতীভা ছিল তাঁর। তাঁর এই প্রতীভাকে মানুষ এতটাই ভালোবেসেছিল যে তাঁকে চ্যাম্পিয়ন না করলে জি বাংলাকে চরম ক্রোধের মুখে পড়তে হত দর্শকদের কাছে। বর্তমানে এই গায়িকা শুধু দেশে নয় বিদেশেও বহু বার পাড়ি দিয়েছেন। দেশেও অনেক শো করেছেন তিনি। পুরোনো অঙ্কিতার সঙ্গে বর্তমানের অঙ্কিতার শুধু একটাই পার্থক্য সেটা হল তাঁর ব্যাঙ্ক ব্যালেন্স। তাঁর মা একজন ভালো গায়িকা। সারেগামাপা- র মঞ্চে একসময়ে মা-মেয়ের যুগলবন্দী নজড় কেড়েছিল দর্শকদের। img 20221007 135242বর্তমানে গায়িকা বিদেশে গিয়েছেন। তবে গানের শো করতে নয় বরং গিয়েছেন পরিবারের সদস্যদের সঙ্গে বিদেশ ঘুরতে। মা-বাবা কে নিয়ে অঙ্কিতা আমেরিকা গিয়েছেন। সেখানে ডিজনিল্যান্ড সহ বিভিন্ন জায়গা ঘুরিয়েও দেখিয়েছেন। বিদেশে গেলেও আধুনিক এবং পাশ্চাত্য সাজের সঙ্গে অনেক সেলফি তুলেছেন পরিবারের সঙ্গে। এত বড় জায়গায় পৌঁছেও ভুলে যাননি তাঁর পরিবারকে তাঁর শিকড়কে। যা বেশিরভাগ মানুষই করে থাকেন। বিদেশে ঘুরলেও দেশের সাজ এবং ছোট্ট টিপটা কিন্তু রয়ে গিয়েছে অঙ্কিতার কপালে।




Back to top button