Ishaa Saha: মনে পড়ে ঝাঁঝ লবঙ্গের ঈশাকে, অভিনয়ের পর এবার গানেও ডেবিউ করলেন অভিনেত্রী

জয়ীতা সাহা, কলকাতা: বলিউড থেকে টলিউড প্রায়শই অভিনেতা, অভিনেত্রীদের মধ্যে অভিনয়ের পাশাপাশি নানান প্রতিভা প্রকাশ পায়। ছোটপর্দার অভিনেত্রীরাও বাদ যান না এসব থেকে। এই যেমন ধরুন পিলু ধারাবাহিকের অভিনেত্রী মেঘা দা। এমন আরও অনেক অভিনেত্রী রয়েছেন যাঁরা অভিনয়ের পাশাপাশি বিভিন্ন প্রতিভা দিয়েও মন জয় করেছেন দর্শকদের। তবে শুধু যে ভালো গুন-ই রয়েছে তাঁদের মধ্যে তা নয়। অনেক সময় এই সব অভিনেত্রীরা অনেক জায়গায় অনুষ্ঠানে গায়ক না হয়েও দর্শকদের মন জিততে গান শোনান। এর পর ভালো হলে তাঁর প্রশংসার শেষ নেই। আর খারাপ হলে ট্রোল শুরু হয় তাঁদের নিয়ে। সম্প্রতি এমনই এক প্রতিভা সামনে এসেছে।

বর্তমানে টলিপাড়ার এক জনপ্রিয় অভিনেত্রী হলেন ঈশা সাহা। ছোট পর্দায় অভিনয় দিয়ে লাইট, ক্যামেরা, অ্যাকশনের দুনিয়ায় আত্মপ্রকাশ হলেও আজ বড় পর্দায় তাঁকে বেশি দেখা যায়। ছোট পর্দায় ধারাবাহিক ‘ঝাঁঝ লবঙ্গ ফুল’-এ মুখ্য চরিত্রে অভিনয় করে মন কেড়েছেন দর্শকদের। এরপর বড় পর্দায় ২০১৭ সালে ‘প্রজাপতি বিস্কুট’ মুভিতে অভিনয় দিয়ে অভিষেক ঘটে। ‘গুপ্তধনের সন্ধানে’, ‘সোয়েটার’, ‘দূর্গেশ্বরের গুপ্তধন’ সহ বিভিন্ন সিনেমার পাশাপাশি ওয়েব সিরিজেও অভিনয় করেন তিনি। অভিনয় জগতের পাশাপাশি অভিনেত্রীর আরও একটি বড় গুন রয়েছে। সেটি হল গান। img 20220930 124841সম্প্রতি মুক্তি পেতে চলেছে দেব, প্রসেনজিৎ চ্যাটার্জি, ঈশা সাহা অভিনিত ‘কাছের মানুষ’ ছবিটি। ছবিটির গানে কণ্ঠ দিয়েছেন শিশু শিল্পী প্রাঞ্জল একথা প্রায় সকলেই জানে। তবে প্রাঞ্জল ছাড়াও এই ছবির একটি গানে কণ্ঠ দিয়েছেন অভিনেত্রী ঈশা সাহা। হ্যাঁ তিনি প্রফেশনাল গায়িকা নন। তবে তাঁর গানের কন্ঠ শুনে অবাক হয়েছেন দেব, প্রসেনজিৎ সহ অন্যান্য অভিনেতারা। এবার অভিনয় ছাড়াও গানের জগতে আত্মপ্রকাশ ঘটতে চলেছে অভিনেত্রী ঈশা সাহার। তাঁর এই গানের কন্ঠকে বেশ পছন্দ করেছেন নেটিজেনরা। সম্প্রতি অভিনেত্রী নেটমাধ্যমে তাঁর গাওয়া গানটির একটি ভিডিও পোস্ট করেছেন নেটমাধ্যমে। সেই পোস্টের কমেন্টে পছন্দের কমেন্টে ভরিয়ে দিচ্ছেন অনুগামীরা।




Back to top button