Hero Alom-Riya Moni: দ্বিতীয় বিয়ের বিচ্ছেদ হতেই নতুন প্রেমের গন্ধ, আবারও কি গাঁটছড়া বাঁধবেন হিরো আলম? রইল ছবি

জয়ীতা সাহা, কলকাতা: এপার বাংলা হোক বা ওপার বাংলা প্রায়শই অভিনেতা অভিনেত্রীরা ট্রোলের শিকার হন। বর্তমানে এমনই এক ট্রোলের শিকার বাংলাদেশের অভিনেতা হিরো আলম। অভিনেতা হিরো আলম যতখানি না তাঁর চলচ্চিত্রের জন্য বিখ্যাত তার চেয়েও বেশি সোশ্যাল মিডিয়ায় তাঁর মিউজিক এবং ভিডিওর জন্য বিখ্যাত। বাংলাদেশে সোশ্যাল মিডিয়ায় মিমের জন্যই তিনি বেশি পরিচিত। এই অভিনেতা এর আগেও বহু বার ট্রোলের শিকার হয়েছেন তার মিউজিকের জন্য। তবে তাঁর কর্মজীবন যেমন বিচিত্র ব্যাক্তিগত জীবনও তেমনই বিচিত্র। দ্বিতীয় স্ত্রীর পর এবার তৃতীয় বার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন হিরো আলম। এমনটাই গুঞ্জন শোনা গিয়েছে।

হিরো আলমের প্রথম স্ত্রী সুমি আখতার তাঁদের দু’টি সন্তানও রয়েছে। তবে তাঁর দ্বিতীয় স্ত্রী নুসরত জাহান এ বিষয়ে কিছুই জানতেন না। দীর্ঘ তিন বছরের সংসার জীবনে বিচ্ছেদ ঘটান তাঁরা। নুসরতের সঙ্গে অভিনয় করতে গিয়েই প্রেমের সম্পর্কে জড়ান হিরো আলম তারপর বিয়ে করেন। তবে নুসরতের বক্তব্য হিরো আলমের অনেক মেয়ের সঙ্গেই শারীরিক সম্পর্ক রয়েছে। এছাড়াও তাঁর আগের স্ত্রীকে তিনি ডিভোর্স না দিয়েই দ্বিতীয় স্ত্রীকে বিয়ে করেছেন। আর এইসব কারণেই বিচ্ছেদ দিয়েছেন নুসরত। img 20220929 160723তবে বিচিত্র এই অভিনেতার জীবনে এসেছে রিয়া মনি নামে অন্য এক অভিনেত্রী। বাংলাদেশের বিভিন্ন মঞ্চে কার্যত জুটি বেঁধে পারফরম্যান্স করছেন হিরো আলম এবং রিয়া মনি। বাংলাদেশের একটি সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে রিয়া মনি হিরো আলমকে সুপারস্টার বলে দাবি করেছেন। পরবর্তীতে হিরো আলম রিয়া মনির সঙ্গে ফিল্মে অভিনয় করতে চান বলে জানিয়েছেন। এ প্রসঙ্গে গুঞ্জন শোনা গিয়েছে যে হিরো আলম এবং রিয়া মনি সম্পর্কে রয়েছেন। তৃতীয় বার বিয়েটাও সেরে ফেলেছেন এবং আলমের প্রথম স্ত্রী রিয়া মনিকে এ বিষয়ে হুমকিও দিয়েছেন। যদিও সংবাদমাধ্যম এ বিষয়ে প্রশ্ন করতেই সবটাই অস্বীকার করেন তাঁরা দু’জন।




Back to top button