কপূর পরিবারে চাঁদের হাট, ৪০-এ পা রণবীরের, স্বামীর জন্মদিন উপহারের বাহারে ভরালেন আলিয়া

অনীশ দে, কলকাতা: আজ ৪০- এ পা দেবেন রণবীর কাপুর (Ranbir Kapoor)। প্রত্যেকবারই চেয়ে এইবারের জন্মদিন যে কতটা আলাদা, তা সকলেই জানেন। কারণ এই বছর তাঁর পাশে রয়েছেন স্ত্রী আলিয়া ভাট (Alia Bhatt)। উল্লেখ্য, নিজের দীর্ঘদিনের ক্রাশকে বিয়ে করেছেন আলিয়া। তাই রণবীরের জন্য বিশেষ আয়োজনের খামতি রাখবেন না তিনি (Alia Bhatt)। আর কয়েকদিনের মধ্যেই পরিবারে আসতে চলেছে এক নতুন সদস্য। তাই এবারের জন্মদিন যে রণবীরের (Ranbir Kapoor) কাছে খুবই গুরুত্বপূর্ন। আজকের দিনের দায়িত্ব নিজের হাতে সামলাচ্ছেন ‘পটাকা গুড্ডি’ (Alia Bhatt)। বিয়ের পর থেকে শ্বাস ফেলার সময় পাননি তাঁরা। স্বামী (Ranbir Kapoor) এবং স্ত্রী দুজনেই নিজেদের ছবি এবং তার প্রচার নিয়ে ছিলেন ব্যস্ত। তাই একে অপরের সঙ্গে ঠিক মতো সময়ও কাটাতে পারেননি তাঁরা।

rk 5

সেই কারণেই আজকের গোটা দিন এক সঙ্গে উদযাপন করতে চলেছেন দু’জন মিলে। বিয়ের পর বেশ কিছু সময় পর হয়ে গেলেও এখনও বাইরে ঘুরতে যাওয়া হয়নি এই নব-দম্পতির। তাই সর্বপ্রথম আজকে একটি রেস্টুরেন্টে লাঞ্চ সারতে যাবেন কপোত-কপোতী। সেখানে রণবীরের পছন্দসই খাবারের আয়োজন করা হবে। আর এমনিও সন্তান জন্ম নেওয়ার পর যে দুজন দুজনের সঙ্গে সময় কাটাতে পারবেন না, সেটাও ভালো মতো জানেন তাঁরা।

rk 6

জন্মদিনের দিনটা নিজের স্ত্রীকেই দিতে চান রণবীর। তাই জন্য গতকালই নিজের বলিউড বন্ধুদের একটা ঘরোয়া অনুষ্ঠানের আয়োজন করেছিলেন তিনি। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রহ্মাস্ত্র পরিচালক অয়ন মুখার্জী (Ayan Mukerji), প্রযোজক করণ জোহর (Karan Johar), আকাশ আম্বানি, পরিচালক লাভ রঞ্জন আরও অনেকে। বরুণ ধাওয়ানের ভাই রোহিত ধাওয়ান, রণবীরের মা নিতু কাপুরও উপস্থিত ছিলেন। গত মঙ্গলবার নিজেদের কৃষ্ণা রাজ বাংলো-র কাজ কতদূর এগিয়েছে, তা পরিদর্শন করতে যান রণবীর এবং আলিয়া।

rk 7

খুব শীঘ্রই নতুন আস্তানায় আসতে চলেছেন তাঁরা। বলাই বাহুল্য, এই মুহুর্তের প্রথম সারির অভিনেতা হচ্ছেন রণবীর কাপুর। একের পর এক বলিউড ছবি যখন বক্স অফিসে মুখ থুবড়ে পড়ছে তখন একমাত্র ব্রহ্মাস্ত্র আশার আলো দেখায় সবাইকে। দ্বিতীয় সপ্তাহ চলাকালীন ব্যবসায় সামান্য টলমল পরিস্থিতি তৈরি হলেও জাতীয় চলচ্চিত্র দিবসের দিন টিকিট মূল্য একবারে অনেকটা কমানোর কারণে রেকর্ড ব্যবসা করে ব্রহ্মাস্ত্র। এই ছবিতে রণবীরের বিপরীতে অভিনয় করেছেন আলিয়া ভাট এবং রণবীরের মায়ের চরিত্রে অভিনয় করেছেন তাঁরই প্রাক্তন প্রেমিকা দীপিকা পাড়ুকোন।




Back to top button