Aryan Khan Drug Case- ফের নতুন মোড় আরিয়ান খান মাদক চক্রে, পাওয়া যায়নি কোনো ‘ইতিবাচক প্রমাণ’

২রা অক্টোবর মুম্বাইয়ের(Mumbai) একটি ক্রুজ পার্টি(Cruise Party) থেকে মাদককান্ডের অভিযোগে গ্রেফতার করা হয় শাহরুখ-পুত্র আরিয়ান খানকে(Ariyan Khan)। অনেক আইনি বাধা-বিপত্তির পরে, আদেশপত্র মেনে ২৮ শে অক্টোবর বোম্বে হাইকোর্টের(Mumbai Highcourt) নির্দেশে জামিন(Bail) পায় আরিয়ান খান।

শনিবার ফের আরিয়ান খানের জামিন আদেশপত্রের বিস্তারিত কপি জমা দিল বোম্বে হাইকোর্ট। সেই কপিতে হাইকোর্টের তরফ থেকে জানানো হয়েছে আরিয়ান খানের কাছ থেকে কোনোরকম ‘আপত্তিকর’ তথ্য প্রমাণ পাওয়া যায়নি। পাশাপাশি আরিয়ান খান, আরবাজ মার্চেন্ট ও মুনমুন ধামেচার বিরুদ্ধে ষড়যন্ত্রের কোনো প্রমাণও মেলেনি।

আরিয়ান খানের খবর,আরিয়ান খানের ড্রাগ কেসের খবর,শাহরুখ খানের খবর,বোম্বে হাইকোর্টের ঘোষণার খবর,নারকোটিক কেসের খবরAryan Khan News,Aryan Khan Drug Case News,Shah Rukh Khan News,Bombay High Court Announcement News,Narcotics Case News

২৮ শে অক্টোবর বিচারপতি নিতিন সাম্ব্রের একক বেঞ্চের সিদ্ধান্তে আরিয়ান খান সহ আরও দুইজন অভিযুক্তকেও জামিন দেয় বোম্বে হাইকোর্ট। ঐদিন আরিয়ান খানের জন্য ১৪ পাতার জামিন শর্তের নির্দেশিকাও মঞ্জুর করা হয়েছিল। এর ঠিক তিন সপ্তাহের মাথায় ২০ শে নভেম্বর শনিবার বম্বে আদালত থেকে জানানো হয়, “একটি বেআইনি কাজ করতে বা বেআইনি উপায়ে বৈধ কাজ করার চুক্তি সম্পর্কে ইতিবাচক প্রমাণ থাকতে হবে। বরং এই পর্যন্ত করা তদন্তের ভিত্তিতে  আবেদনকারী/অভিযুক্ত নং.১ এবং ২ (যথাক্রমে আরিয়ান এবং মার্চেন্ট) আবেদনকারী/অভিযুক্ত নং থেকে স্বাধীনভাবে ভ্রমণ করছিল। ৩ (ধামেচা) এবং উল্লিখিত বিষয়ে মনের কোনো বৈঠক হয়নি।”

আরও পড়ুন……Dhamaka Movie Review- ‘ধামাকা’র পর কি হল? ‘ধামাকা’ই বা কিসের? বোমা না সুতলি বোমা

২রা অক্টোবর গোয়াগামী একটি ক্রুজ পার্টিতে অভিযান চালিয়ে মাদকদ্রব্য সেবন ও বিক্রির অভিযোগে আরিয়ান খানকে গ্রেপ্তার করেছিল এনসিবি। আরিয়ান, আরবাজ ও মুনমুন সহ মোট আরো ২০ জন গ্রেপ্তার করেন এনসিবি। ২৮ শে অক্টোবর জামিন পেলেও প্রত্যেক শুক্রবার সকাল ১১টা থেকে দুপুর ২টোর মধ্যে হাজিরা দিত হত আরিয়ানকে। কিন্ত এই শনিবারে আদালতের বিস্তারিত কপি থেকে জানানো হয়, “অভিযুক্তদের মেডিক্যাল পরীক্ষাও করা হয়নি, যাতে সেই সময়ে তাঁরা মাদক সেবন করেছিল কিনা তা পরিষ্কার হবে। এটা অনুমান করা কঠিন যে অভিযুক্তরা মাদক অপরাধের সঙ্গে জড়িত।”




Back to top button