Asha Parekh: ‛বলিউড নিজ সংস্কৃতি হারাতে বসেছে’, ‛দাদা সাহেব ফালকে’ জিতে এ কী বললেন আশা পারেখ

মন্টি শীল, কলকাতা: শীঘ্রই ‘দাদাসাহেব ফালকে অ্যাওয়ার্ড’এ ( Dadasaheb Phalke Award ) সম্মানিত হতে চলেছেন রূপোলি পর্দার জনপ্রিয় কিংবদন্তি অভিনেত্রী আশা পারেখ ( Asha Parekh )। বলিউড তথা সমগ্র বিনোদন জগতে তাঁর আবদান অনস্বীকার্য। একজন দক্ষ অভিনেত্রী হিসেবে আশা পারেখ ( Asha Parekh ) অসাধারণ অভিনয়ের সঙ্গে সঙ্গে তাঁর লাবণ্য, নাচ এবং অভাবনীয় অভিব্যক্তি দিয়ে অগণিত মানুষের মন জয় করছেন। যার কারণে অসংখ্য সিনেমা প্রেমিদের মনে চিরতরুন রয়েছেন এই কিংবদন্তি অভিনেত্রী। কিন্তু সাম্প্রতিক কালে এই বলিউড সম্পর্কে অভিনেত্রী যেই মন্তব্য করলেন তাঁতে রীতিমত শোরগোল পড়ে গিয়েছে সমগ্র বি-টাউনে।
কিন্তু কী এমন বললেন অভিনেত্রী? সূত্র অনুযায়ী এক বিশেষ সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, বিনোদন জগৎ তাঁর সংস্কৃতির ঐতিহ্য হারাতে বসেছে। একের পর এক সিনেমাতে ভারতীয় সংস্কৃতির ঐতিহ্য ভুলে পশ্চিমী সংস্কৃতিকে অনুকরণ করার প্রচেষ্টা করা হচ্ছে।’ তবে বি-টাউন সম্পর্কে এমন মন্তব্য করার সঙ্গে সঙ্গে অভিনেত্রীর মুখে উঠে এসেছে চলচ্চিত্র নির্মাতা সঞ্জয় লীলা বনশালি সম্পর্কিত প্রসংশার ধ্বনি। অভিনেত্রী আশা পারেখ ( Asha Parekh ) জানান, ‘সঞ্জয় লীলা বনশালি এমন একজন চলচ্চিত্র নির্মাতা যিনি এখনও তার কাজের মধ্যে দিয়ে ভারতীয় সংস্কৃতির প্রতি শ্রদ্ধা জানান।’
তবে এদিন অভিনেত্রী সিনেমার সঙ্গে সঙ্গে বলিউডে গানের রিমেক প্রসঙ্গেও বিষ্ফোরক মন্তব্য করেছেন। অভিনেত্রী বলেন, ‘বর্তমানে রিমেক গান সকলের কাছেই অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে। কিন্তু এই রিমেক গান তৈরি করার সময় যে মিউজিক ব্যবহার করা হয়, তাতে গানের আসল মাধুর্য ভীষন ভাবে ক্ষতিগ্রস্ত হয়।’ বলে রাখা ভাল, একটা সময় একজন দক্ষ অভিনেত্রী হিসেবে আশা পারেখের ভীষণ প্রভাব ছিল। আর এই প্রভাব এতটাই বৃদ্ধি পেয়েছিল যে মাঝে মধ্যেই বিভিন্ন রকম হয়রানির শিকার হতে হয় তাঁকে।
শোনা গিয়েছে, একবার অভিনেত্রীর এক অনুরাগী তাঁর বাড়ির বাইরে থাকতে শুরু করেছিলেন। প্রথমে কিছু বুঝতে না পারলেও একদিন সে ধারাল অস্ত্র বের করে অভিনেত্রীকে বিয়ের প্রস্তাব দেন। যার পর স্বাভাবিক ভাবেই ভীত সন্ত্রস্ত হয়ে অভিনেত্রী প্রশাসনের সহায়তায় সেই ব্যক্তিকে পুলিশের হাতে তুলে দেন। রূপোলি পর্দার জীবন যাত্রা সম্পর্কে এদিন অভিনেত্রী জানান, ‘তাঁর মা তাঁকে ভীষণ ভাবে অনুপ্রেরণা জুগিয়েছিলেন। জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে তাঁর মায়ের অবদান অনস্বীকার্য।’ এমনকী এদিন অভিনেত্রী বলেন, তাঁর মা কখনওই কাউকে তাঁর কাছে আসতে দেননি। যার কারণে অভিনেতারাও তাঁকে ভয় পেতেন। সূত্র অনুযায়ী, আগামী শুক্রবার ‘দাদাসাহেব ফালকে’ পুরস্কার গ্রহণ করতে চলেছেন অভিনেত্রী। কিন্তু এর আগে বি-টাউন সম্পর্কে অভিনেত্রীর মন্তব্যে এক নতুন আলোচনার সূত্রপাত ঘটতে চলেছে তা বলাই যায়।