Bharti Singh News: ‘হাম মা বাননে ওয়ালে হ্যায়’, খুশিতে উচ্ছসিত বলিউড কমেডিয়ান ভারতি-হার্স

অহেলিকা দও, কলকাতা: “আমি মা হতে চলেছি”- আমারা সকলেই জানি প্রতিটা পারিবারিক(family) জীবনে(life) এটা ছাড়া আর কোনো খুশির(happy) খবর(news) হতেই পারে না। বলিউডের(bollywood) কমেডিয়ান(comedian) অভিনেত্রী(actress) ভারতী সিং(Bharti Singh) হতে চলেছেন মা। তিনি এবং তাঁর স্বামী হর্ষ লিম্বাচিয়া(Haarsh Limbachiyaa) স্যোশাল মিডিয়া(social media) মাধ্যমে এই সুখবর দিয়েছেন। এই দম্পতি ২০১৭ সালে গোয়ায়(goa) বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। ভারতী তাঁর সোশ্যাল মিডিয়া(social media) প্ল্যাটফর্মে(platform) গিয়ে লিখেছেন, “ইয়ে থা হামারা সবসে বড় চমক”(এটা আমাদের জীবনে সবচেয়ে বড়ো চমক)।
সম্প্রতি কিছু দিন ধরেই শোনা যাচ্ছিল তাঁর মা হওয়ার খবর। খবরটি আরও জোরালো হয় যখন তারা একসাথে একটি ফোটো শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়। সেই ছবিতেই বেবি বাম্প লক্ষ করেন দর্শকরা। তাঁরা কমেন্টে জিজ্ঞাসাও করেন যে, তাহলে কি সত্যিই মা হতে চলেছেন ভারতী? তিনি এর উত্তরে তখন হ্যাঁ না কিছুই বলেননি। বরং বলেছিলেন, ‘এটা কোনও লুকিয়ে রাখার বিষয় নয়। কেউ লুকিয়ে রাখতেও পারে না। তাই যখন কিছু জানানোর প্রয়োজন হবে, প্রকাশ্যেই জানাবো’।
শুক্রবার ভারতী সিং এবং তাঁর স্বামী হর্ষ লিম্বাচিয়া তাদের নতুন ইউটিউব চ্যানেলে ‘হাম মা বাননে ওয়ালে হ্যায়'(আমরা মা হতে চলেছি)। এই শিরোনামের একটি ভিডিও পোস্ট করেছেন। ভিডিওর শুরুতে তিনি বলেন, ‘গত ৬ মাস ধরে আমি প্রেগনেন্সি(pregnancy) টেস্ট(text) করছি এমনই ক্যামেরার সামনে। যাতে সবথেকে আনন্দের মুহূর্তটা ক্যামেরাবন্দি করতে পারি।’ ভিডিওতে দেখা যায় তিনি ক্যামেরার সামনে বসে রয়েছেন। আর পাশে রয়েছে প্রেগনেন্সি কিট। হঠাৎ করে তিনি প্রেগনেন্সি কিটের দিকে তাকান এবং দেখেন রিপোর্ট পজেটিভ, তিনি আনন্দে মাতোয়ারা হয়ে যান।
তিনি গত ছয় মাস ধরে ক্যামেরায় গর্ভাবস্থা পরীক্ষা নিচ্ছেন এবং তিনি আশাও করেছিলেন যে তিনি মা হবেন সেই মা হওয়ার অসাধারণ এক মূহুর্ত তিনি ভিডিওর মাধ্যমে তুলে ধরেছেন। এরপর ভারতী তার স্বামী হর্ষকে এই সুসংবাদ দেন। তিনি মজা করে বলেন, “পার মেন ক্যাসে বাতাউন কি ইয়ে ইসকা বাচ্চা নাহি হ্যায়”(আমি কীভাবে তাকে বলব যে এটি তার বাচ্চা নয়) এবং পর মূহুর্তে বলেছেন, “হাম দোনো কা বাচ্চা হ্যায় ইয়ে”(এটি আমাদের বাচ্চা)। এই সুসংবাদ শুনে হর্ষ এবং ভারতী একে অপরকে আলিঙ্গন করে।